মোকলেছার রহমান কালীগঞ্জ(লালমনিরহাট) প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জে নিষিদ্ধ সংগঠন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শরিফুল ইসলাম (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।সে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাশীরাম গ্রামের বাবলু মিয়র ছেলে।
বৃহস্পতিবার ( ০৮ মে ) দিবাগত রাত ২ টার দিকে তার নিজ বাড়ী থেকে কালীগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম তাকে গ্রেপ্তার করে।কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে নিষিদ্ধ সংগঠনের উপজেলা ছাত্রলীগ সভাপতি শরিফুল কে গ্রেফতারের পর আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।