
মিজানুর রহমান মিজান, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার বিরামপুর শাখা যমুনা নদী থেকে অবৈধভাবে উত্তোলনকারী বালু খেকো বিদ্যুৎ এর বালুভর্তি মেসিগাড়ীর চাপায় ইমন হোসেন (১০) নামে এক শিশু নিহত হয়েছে।
নিহত শিশু ইমন হোসেন (১০) বিরামপুর উপজেলা সীনান্তবর্তী ২নং কাটলা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের ফজর উদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার (৮ মে)বিকেল ৫ টার দিকে বিরামপুর উপজেলার ২নং কাটলা ইউনিয়নের চৌঘরিয়াস্থ শাখা যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বালুভর্তি মেসিগাড়ী রাস্তা দিয়ে যাওয়ার সময় রামচন্দ্রপুর গ্রামে রাস্তার উপর খেলা করছি ঐগ্রামের ফজর উদ্দিনের শিশু ছেলে ইমন হোসেন (১৩)। এসময় বালু খেকো হাসান মাহমুদ বিদ্যুৎ এর
বালুভর্তি মেসিগাড়ীর চাপায় শিশু ছেলে ইমন হোসেন গুরুতর আহত হয়।স্থানীয়রা আহত শিশু ইমনকে দ্রুত বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনলে কর্তব্যরত চিকিৎসক পরিস্থিতি আশংকাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। ডাক্তারের পরামর্শ মোতাবেক আহত শিশু ইমনকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
রামচন্দ্রপুর আতিউর রহমান জানান, মেসিগাড়ির মালিক বালু খেকো হাসান মাহমুদ বিদ্যুৎগং বিরামপুর শাখা যমুনা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে দীর্ঘদিন যাবৎ পতিত আওয়ামীলীগের এমপি ও আওয়ামী নেতার সহযোগিতায় আওয়ামী নেতা সেজে দেদারছে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করত। ৫ আগষ্টের পট পরিবর্তনের পর স্থানীয় বিএনপি নেতা-কর্মী, সমর্থক ও ক্যাডার বাহিনীর সহায়তায় বিএনপির নেতা সেজে একইভাবে দেদারছে বিরামপুরস্থ শাখা যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে। তিনি আর জানান, বালু খেকো বিদ্যুৎ এর গাড়ির ড্রাইভারেরা খুবই বেপরোয়াভাবে গাড়ি চালায়। গ্রামের রাস্তার মধ্যে আস্তে গাড়ী চালাতে বললে তারা আমাদের বিভিন্ন হুমকি-ধামকি ও ভয়-ভীতি দেখায়।
এবিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক মেসিটি জব্দপূর্বক সড়ক আইনে মামলা হয়েছে। নিহতের পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। সেই পলাতক ড্রাইভার- হেল্পারকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।