রাজধানীর বনশ্রী থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেল পলাতক আসামি গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গ্রেফতারকৃত আসামির নাম মো. শামীম খান (৩০)।
বৃহস্পতিবার রাতে বনশ্রী আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শুক্রবার (৯ মে) এন্টি টেররিজম ইউনিটের মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল এসব তথ্য জানান।
তিনি জানান, ২০১৪ সালে গ্রেফতার শামীম খান (৩০) শুকুর আলী (১২) নামের এক শিশুকে অপহরণ করে তার পরিবারের কাছ থেকে মুক্তিপণ দাবি করেন। কিন্তু মুক্তিপণ না পেয়ে ভিকটিমকে হত্যার পর লাশ গুম করেন। এ ঘটনায় ভিকটিমের পিতা ফারুক বাদী হয়ে কেন্দুয়া থানায় এজাহার দায়ের করেন।
মামলাটি তদন্ত শেষে আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হলে বিচারক শামীম খানকে (৩০) মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। এ মামলায় গ্রেফতার হয়ে আসামি কাশিপুর হাইসিকিউরিটি কেন্দ্রিয় কারাগারে আটক ছিলেন। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর উদ্ভূত পরিস্থিতির সুযোগে আসামি মো. শামীম খান (৩০) জেল থেকে পালিয়ে আত্মগোপন করেন।
এ ঘটনায় কাশিমপুর কারা কর্তৃপক্ষ কোনাবাড়ি থানায় এজাহার দায়ের করেন। অবশেষে এটিইউএর সদস্যরা বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডিআই/এসকে