ঢাকা, শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কালীগঞ্জে দুই সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু
নড়াইলে শিশুস্বর্গের শিক্ষক’ বলদেব অধিকারী’র বিদায় সংবর্ধনা
ফুলবাড়ীতে বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক-৪
ফুলবাড়ী থানা পুলিশের অভিযানে অটোরিক্সা চোর চক্রের পাঁচ সদস্য আটক
নাইক্ষ্যংছড়ি-রামুতে পৃথক অভিযানে আ’লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতা গ্রেফতার
নওগাঁয় ককটেল বিস্ফোরণে উড়ে গেল ঘরের টিন
কলেজ ছাত্র হৃদয় হত্যার বিচার’র দাবিতে কলাপাড়ায় মানববন্ধন
সারাদেশে পুলিশের অভিযানে গ্রেফতার আরও ১৬৭৩
বকশীগঞ্জে আ’লীগ নেতা সহ আটক-৫
কালীগঞ্জে ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী আটক
ঢাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৫ নেতা গ্রেফতার
কুয়াকাটায় জমিজমা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত- ১০
বর্তমান সরকার শিক্ষা সংস্কার কমিশন গঠন করেনি:অধ্যক্ষ হারুন অর রশীদ
ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএপির কমিটি গঠন সভাপতি ইঞ্জিঃ শ্যামল, সম্পাদক সিরাজ

এক যুগ ধরে গুম:ওয়ারেন্ট নিয়ে বিএনপি নেতার বাসায় যাওয়া পুলিশ সদস্য প্রত্যাহার

প্রায় ১২ বছর ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নেওয়ার পর থেকে নিখোঁজ ঢাকা মহানগর ৩৮ (বর্তমান ২৫) নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সুমন। নিখোঁজ সুমনকে গ্রেফতার করতে রাজধানীর তেজগাঁওয়ে তার বাসায় যায় তেজগাঁও থানা পুলিশ।

এ ঘটনায় সমালোচনার মুখে পড়ে পুলিশ। পরবর্তী সময় সংশ্লিষ্ট এসআই মো. আকরাম হোসেনকে দায়িত্ব থেকে প্রত্যাহার (ক্লোজ) করা হয়েছে।

ডিএমপি বলছে, ঢাকা মহানগর পুলিশে নতুন যোগদান করায় তাদের কেউ জানতো না যে, এটা এক যুগের বেশি সময় ধরে নিখোঁজ বিএনপি নেতা মো. সাজেদুল ইসলাম সুমনের বাসা।

শুক্রবার (৯ মে) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলায়েন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও থানার একটি দল উপ-পরিদর্শক (এসআই) মো. আকরাম হোসেনের নেতৃত্বে মুলতুবি ওয়ারেন্ট তামিলের জন্য রাজধানীর তেজগাঁও থানাধীন শাহীনবাগ এলাকায় যায়। এক পর্যায়ে তারা নিখোঁজ বিএনপি নেতা মো. সাজেদুল ইসলাম সুমনের খোঁজে তার বাসায়ও যান। এ দলের সদস্যরা সবাই ডিএমপিতে নতুন যোগদান করেছেন বিধায় তাদের কেউ জানতো না যে, এটা এক যুগের বেশি সময় ধরে নিখোঁজ বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসা।

তিনি নিখোঁজ বিএনপি নেতা মো. সাজেদুল ইসলাম সুমন সম্পর্কে তাদের পূর্ব ধারণা না থাকায় এ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। এরইমধ্যে সংশ্লিষ্ট এসআইকে তার দায়িত্ব থেকে প্রত্যাহার (ক্লোজ) করা হয়েছে।

ডিসি তালেবুর রহমান আরও জানান, অনাকাঙ্ক্ষিত এ ঘটনার জন্য ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) আন্তরিক দুঃখপ্রকাশ করছে। পতিত ফ্যাসিবাদী সরকারের নির্যাতন ও নিপীড়নের শিকার প্রত্যেক ব্যক্তি ও তাদের পরিবারের প্রতি ডিএমপি সহমর্মিতা প্রকাশ করছে এবং
তাদের নিরাপত্তায় ডিএমপি দৃঢ় প্রতিজ্ঞ।

এদিকে, ভাইকে ফিরে পেতে এমন গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে নিয়ে ‘মায়ের ডাক’ নামে একটি প্ল্যাটফর্ম থেকে বছরের পর বছর ধরে আন্দোলন করে আসছেন সুমনের বোন সানজিদা ইসলাম তুলি।

শেখ হাসিনা সরকারের টার্গেটেড গুমের শিকার হয়ে নিখোঁজ হওয়ার পর থেকে সুমনের পরিবার এমন ঘটনার শিকার হয়েছেন প্রায়ই। হয়রানিও করা হয়েছে অনেক। কিন্তু ৫ আগস্ট পরবর্তী সময়েও আগের মতো পুলিশ ওয়ারেন্ট নিয়ে এসে নিখোঁজ সুমনকে গ্রেফতার করতে আসবে, তা মানতে পারছেন না তার বোন সানজিদা তুলি।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ