
ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে জুয়া, মাদক ও ইভটিজিং প্রতিরোধে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন এর সাথে মতবিনিময় করেন নান্দাইল উপজেলা নাগরিক ফোরামের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (৮ মে) নান্দাইল নাগরিক ফোরামের আহ্বায়ক রফিকুল ইসলাম খান নাসিমের সভাপতিত্বে নান্দাইল মডেল থানায় উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নাগরিক কমিটির সদস্য সচিব সাংবাদিক শামছ-ই-তাবরীজ রায়হানের সঞ্চালনায় প্রথমে পরিচিতি পর্ব শেষে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন।
এছাড়া মতবিনিময় সভায় উপস্থিত নাগরিক ফোরামের নেতৃবৃন্দরা নান্দাইল পৌরসভা সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে জুয়া, মাদক, গরু চুরি, ইভটিজিং, নারী নির্যাতন সহ সহিংসতা ও অযথা জনগণকে হয়রানি বিষয়ক বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন। সামাজিক অপরাধ কর্মকাণ্ড বন্ধে জুয়া, মাদক সহ সকল অপরাধীদেরকে আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার জোর আহ্বান জানান।
পরিশেষে ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন নির্দলীয়ভাবে তথা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে একটি সুস্থ সুন্দর নান্দাইল গড়ার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
এসময় নান্দাইল উপজেলা নাগরিক ফোরামের উপদেষ্টা উপজেলা জামায়াতের আমির কাজী শামসুদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম, অধ্যক্ষ আবুল হাসনাত মোহাম্মদ এনামুল, বিনয় সাহা বাচ্চু, উপজেলা নাগরিক ফোরামের যুগ্ম আহ্বায়ক জাকির আহম্মেদ তুহিন, সদস্য সাবেক কাউন্সিলর বিএনপি নেতা নজরুল ইসলাম, সাবেক কাউন্সিলর আহসান উল্লাহ, যুগ্ম সদস্য সচিব এইচএম এমদাদুল হক, সাংবাদিক শাহজাহান ফকির, আল আমিন সরকার, শেফালি আক্তার প্রমুখ।