
মো:তারিকুর রহমান স্টাফ রিপোর্টার:বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা শাখার জীবননগর থানা জীবননগর পৌর ও হাসাদাহ কামিল মাদ্রাসা শাখার উদ্যোগে জীবননগর মুক্তমঞ্চ সংলগ্নে দিনব্যাপী আয়োজন করা হয় সমর্থক সংগ্রহ ক্যাম্পেইন ও বুক স্টল উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জীবননগর থানা সভাপতি রাসেল আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমির হামজা সভাপতি হাসাদাহ কামিল মাদ্রাসা শাখা এবং সার্বিক পরিচালনায় ছিলেন জীবননগর পৌর ছাত্রশিবিরের সেক্রেটারি মোঃ আল মিরাজ এছাড়া ছাত্রশিবিরের জীবননগর পৌর ও সীমান্ত ইউনিয়ন এর ওয়ার্ড দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন। এবং সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জীবননগর থানা ও পৌর দায়িত্বশীল বৃন্দ।
ইসলামের প্রচার প্রসারের লক্ষ্যে, নৈতিক মূল্যবোধ সৃষ্টি ইসলামের সৌন্দর্য্য সম্প্রীতি ভ্রাতৃত্বকে অক্ষুন্ন রাখার প্রয়াসের ধারা কে অব্যাহত রাখার জন্য আমাদের কার্যক্রম চলমান থাকবে ইনশাআল্লাহ বলেন জীবননগর পৌর ছাত্রশিবিরের সেক্রেটারী মোঃ আল মিরাজ।