
নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় চাচাতো ভাই ও ভাতিজাদের হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ টোকন আলী (৬০) নামে এক ব্যক্তি মারা গেছেন। এছাড়া ওই ব্যক্তির দুই ছেলে ও এক নারীসহ ৩ জন আহত অবস্থায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (৮ মে) বেলা ১২ টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়। এর আগে বুধবার (৭ মে) উপজেলার করফা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন কৃষক।লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আংশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতের স্বজন সূত্রে জানা গেছে, বুধবার (৭ মে) সন্ধায় লোহাগড়া উপজেলার করফা গ্রামের সৈয়দ টোকন আলীর স্ত্রী তার আপন চাচাতো ভাইয়ের ছেলেদের বাড়ির পাশ দিয়ে ভ্যান নিতে নিষেধ করাকে কেন্দ্র করে বাকবিতণ্ডায় জড়ায়। পরে টোকন ও তার পরিবারের লোকজনের উপর চাচাতো ভাই সৈয়দ ফেরদৌস আলী, সৈয়দ রিজ্জাক আলী এবং সৈয়দ এরদাউস আলী ও ভাতিজা সৈয়দ রহিম আলী, সৈয়দ করিম আলী, সৈয়দ রহমত আলী ও সৈয়দ হৃদয় আলীসহ তাদের বাড়িতে থাকা ধান কাটা শ্রমিকেরা মিলে দেশীয় অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এ সময় সৈয়দ টোকন আলীসহ তার ছেলে সৈয়দ রুবেল আলী এবং সৈয়দ রাজু আলীসহ আরেক নারী আহত হন। পরে স্বজন ও স্থানীয় লোকজন তাদের উদ্ধার লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাতে টোকন আলীর অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাকে অন্যত্র নেয়ার পরামর্শ দেন। পরে তাকে প্রথমে যশোর ও পরে ঢাকা নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।