
দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌপথে নিরাপত্তা নিশ্চিতকরণে সাত দিনব্যাপী অভিযানে নিষিদ্ধঘোষিত জাল, মাছ ও মাছের পোনা উদ্ধারসহ ২৭৬ জনকে আটক করেছে নৌপুলিশ।
বৃহস্পতিবার (৮ মে ) পুলিশ সুপার (ইন্টেলিজেন্স) ও অতিরিক্ত দায়িত্ব (ট্রেনিং,ক্যারিয়ার প্ল্যানিং এন্ড মিডিয়া) মারুফা ইয়াসমিন এসব তথ্য জানান।
তিনি জানান, দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌ পথে নিরাপত্তা নিশ্চিতকরণে নৌ পুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনা করছে। গত ৭ দিনব্যাপী নৌ পুলিশের বিভিন্ন অভিযানে মোট ২,৩৪,৮৫,১১৫ (২ কোটি ৩৪ লক্ষ ৮৫ হাজার ১১৫) মিটার অবৈধ জাল, ৫,৫৮৭ কেজি মাছ, ১০,৬০,০০০ চিংড়ী রেনু পোনা, ৯৬০ কেজি জেলীযুক্ত চিংড়ী মাছ জব্দ করা হয় এবং নদী থেকে ৫৬৫ টি ঝোপঝাড় ধ্বংস করা হয়।
তিনি আরও জানান, নৌ পুলিশের এই অভিযানে বৈধ কাগজপত্র না পাওয়ায় ১০৫ টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয় এবং ১ টি ড্রেজার জব্দ করা হয়।
গত এই অভিযানে ২৭৬ জন আসামী গ্রেফতার করা হয় এবং ২১টি মৎস্য, ৫ টি মাদক, ১৪ টি বেপরোয়া, ৫ টি অপমৃত্যু, ১ টি হত্যা, ৩ টি বালুমহাল, ১ টি বিশেষ ক্ষমতা এবং ১ টি চাঁদাবাজি মামলাসহ মোট ৫১ টি মামলা দায়ের করা হয় এবং ১০ টি মৃতদেহ উদ্ধার করা হয়। অভিযানে ২৭৬ জনকে গ্রেফতার করা হয়।
এছাড়াও জব্দকৃত অবৈধ জাল ধ্বংস করা হয়। মাছ এতিমখানায় বিতরণ এবং মাছের রেনু পোনা পানিতে অবমুক্ত করা বলেও জানান পুলিশ সুপার মারুফা ইয়াসমিন।
ডিআই/এসকে