সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ১০৪৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৪৯০ জন।
বৃহস্পতিবার (৮ মে) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১০৪৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় ৪৯০ জন। মোট গ্রেফতার করা হয়েছে ১৫৩৮ জনকে।
অভিযানিক কার্যক্রমে উদ্ধার করা হয়েছে, বিদেশি পিস্তল একটি, রিভলভার একটি, ওয়ান শুটারগান একটি, ম্যাগজিন একটি, গুলি ছয় রাউন্ড, কার্তুজ তিন রাউন্ড, স্টিলের চাপাতি একটি, হোল্ডিং টিপ চাকু একটি, চাইনিজ কুড়াল একটি।
পুলিশের অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এই কর্মকর্তা।
ডিআই/এসকে