ঢাকা, বৃহস্পতিবার, ৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
‘সাংবাদিক নন’ সিকদার লিটন একজন মামলাবাজ ও প্রতারক, হত্যাসহ একাধিক মামলা তার বিরুদ্ধে, চলছে তদন্তও
বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
পঞ্চগড়ে সন্তানকে মোবাইল কিনে দিতে পারেনি মা, অভিমানে ছেলের আত্মহত্যা
কালীগঞ্জে বিলুপ্ত হয়ে যাওয়া মৃৎ শিল্পকে পুনরায় উজ্জীবিত করতে প্রশিক্ষন কর্মসূচির উদ্ভোধন
ছদ্দবেশে থেকেও পুলিশের হাত থেকে রক্ষা পেলেন না ‘সাইদুল’
পূর্ব বিরোধের জের ধরে রূপগঞ্জে সাংবাদিককে ইট দিয়ে থেঁতলে দিলো সন্ত্রাসীরা
শ্যামনগরে এনগেজ প্রকল্পের অধীনে এ্যাডভোকেসি এবং লবি বিষয়ে প্রশিক্ষণছ
বুদ্ধপূর্ণিমা উপলক্ষে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত:ডিএমপি কমিশনার
চাচাতো ভাই ও ভাতিজাদের হামলায় প্রাণ গেলো কৃষকের
ট্রেনে ঘুরে ঘুরে ক্লান্ত, অবশেষে কসবা থানায় এসে আসামির আত্মসমর্পণ
ভারত-পাকিস্তান সংঘাত:হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সদর দপ্তরের নির্দেশনা
ঢাকা রেঞ্জ ডিআইজির দায়িত্ব নিলেন রেজাউল করিম মল্লিক
কোস্ট গার্ডের অভিযান:টেকনাফে ১৬ কোটি টাকার ইয়াবা জব্দ
বাংলাদেশ জনঅধিকার পার্টি’মাদারীপুর ও নেত্রকোনা জেলা কমিটি অনুমোদন
নোয়াখালীতে হত্যার উদ্দেশ্যে হামলা, নারীসহ আহত ৩

ঢাকা-১৮ আসনের সাবেক এমপি হাবিবের ভাই নাদিম হাসান গ্রেফতার

ঢাকা-১৮ আসনের সাবেক এমপি হাবিব হাসানের ভাই নাদিম হাসানকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার দিনগত রাতে রাজধানীর বসুন্ধরা থেকে উত্তরা পশ্চিম থানা পুলিশের সদস্যরা তাকে গ্রেফতার করে।

বৃহস্পতিবার (৮মে) উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) এ বি সিদ্দিক গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এদিন রাত ১২টার দিকে উত্তরার জোনাল এসি ও পশ্চিম থানার ওসির নেতৃত্বে বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সাবেক এমপি হাবিব হাসানের ভাই নাদিম হাসানকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর তাকে উত্তরা পশ্চিম থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমপি হাবিব হাসান মাত্র তিন বছর সংসদ সদস্য ছিলেন। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের উপনির্বাচনে অংশ নিয়ে ২০২০ সালের নভেম্বর ঢাকা-১৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এই আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী এ্যাডভোকেট সাহারা খাতুন মারা যাওয়ার কারণে আসনটি শূন্য হয়।

হাবিব হাসান এমপি থাকাকালীন তিন বছরে অন্তত শত কোটি টাকার সম্পদের পাহাড় গড়েছেন বলে অভিযোগ আছে।

স্থানীয়রা জানান, এমপি ও মহানগর উত্তর আওয়ামী লীগের পদের অপব্যবহার করে হাবিব নানা দুর্নীতি ও অনৈতিক কার্যক্রম জড়িয়ে নিজের, স্ত্রী-ছেলে ও ভাইদের নামে কোটি কোটি টাকার সম্পদ গড়েন।

প্রসংগত, গত সেপ্টেম্বরে উত্তরার ৭ নম্বর সেক্টরে হাবিব হাসানের ছেলে আবির হাসান তামিমের শ্বশুরবাড়িতে যৌথ বাহিনী ও উত্তরা পশ্চিম থানা পুলিশ অভিযান চালিয়ে ১ কোটি ১৬ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা, ৬৫ টি ১০০ ইউএস ডলারের নোটসহ বিভিন্ন দেশের মুদ্রা, ৩ টি পুলিশ লেখা বুলেট প্রুফ জ্যাকেট, ১ টি ল্যান্ড ক্রুজার জিপ গাড়ি ও ১ টি হ্যারিয়ার জিপ গাড়ি উদ্ধার করে।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ