
কৃষিবিদ মোঃ মোস্তাফিজুর রহমান উপজেলা কৃষি অফিসার, পটুয়াখালী সদর এর প্রহসনমূলক বদলি আদেশ অবিলম্বে প্রত্যাহারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৭ মে বুধবার বেলা ১১ টায় পটুয়াখালী সদর উপজেলার সাধারন কৃষক- কৃষানীদের আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন কমলাপুর ইউনিয়নের কৃষক মশিউর রহমান ইসা, লোহালিয়া ইউনিয়নের কৃষক মো. জিহাদ হোসেন ও কৃষানী ফাতিমা জাহান এবং কৃষক মো. নজরুল ইসলাম, জৈনকাঠী ইউনিয়নের কৃষক নুরুজ্জামান তালুকদার, কমলাপুর ইউনিয়নের কৃষক মো. বারেক খান, মাদারবুনিয়া ইউনিয়নের কৃষক মোঃ মিজানুর রহমান, কালিকাপুর ইউনিয়নের কৃষক মোঃ মোতাহার আলী প্রমুখ।
জানা গেছে,
এ সময় কৃষকরা তাদের বক্তব্য বলেন,পটুয়াখালী সদর উপজেলা কৃষি অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান একজন কৃষক ও কৃষি বান্ধব অফিসার। তিনি এখানে যোগদানের পর প্রতিটি ফসলের আবাদ এবং উৎপাদন অনেক গুনে বেড়েছে। তিনি দেশের বিভিন্ন স্থান থেকে নতুন নতুন জাতের সবজি ও ফসলের বীজ- চারা এনে আমাদেরকে চাষাবাদ করাতে ইউনিয়নে ইউনিয়নে ও মাঠে মাঠে গিয়ে পরিদর্শন করে আমাদেরকে পরামর্শ দিয়ে সবজি ও ফসল উৎপাদনে উদ্বুদ্ধ কর আসছেন। সারসহ কৃষি প্রনোদনা এবং প্রশিক্ষনের মালামাল সঠিকভাবে বিতরন করেন। সার ডিলারদেরকে ইউনিয়নে ইউনিয়নে সার নিয়ে বিক্রি করার জন্য বাধ্য করেন। এতে অসাধু সার ব্যবসায়ী ডিলাররা ষড়যন্ত্র করে টাকা দিয়ে ১২/১৩ জন অকৃষক নারী পুরুষ নিয়ে মানববন্ধন করে তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করে ষড়যন্ত্র করে তাকে প্রহসনমূলক বদলি করা হয়েছে। সাধারন কৃষকরা এ প্রহসনমূলক বদলির আদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল রাখার জন্য জোর দাবী করেছেন তারা।
পরে সাধারন কৃষক- কৃষানীরা মিছিল করে উক্তদাবীতে একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে পেশ করেন।
জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন স্মারকলিপি যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রেরন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য বলবেন বলে কৃষকদেরকে আশ্বাস দেন।