ঢাকা, বৃহস্পতিবার, ৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
নওগাঁয় রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় ৮৪ প্যাকেট মাংস উদ্ধার
বোনের বাড়িতে বেড়াতে এসে লাশ হয়ে ফিরল শিশু শিক্ষার্থী’ মারিয়া আক্তার’
উলিপুরে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন
২৫ শে বৈশাখ রবীন্দ্রনাথের ১৬৪তম জন্মদিনে সেজেছে ‘কুঠিবাড়ি’
পাঁচবিবিতে বালিঘাটা ইউনিয়ন জামায়াতের নির্বাচনী কর্মী সমাবেশ
সারাদেশে পুলিশের অভিযানে গ্রেফতার ১৫৩৮
ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার দুই
নৌপথে আইন-শৃঙ্খলা নিশ্চিত করণ,চোরাচালান,মাদক ও মানব পাচার দমনে কাজ করছে কোস্ট গার্ড
শেখ হাসিনার সুধা সদনের ব্যাক্তিগত অফিসার মিজান গ্রেফতার
কুয়াকাটায় পর্যটক হেনেস্তাকারী যুবদল সভাপতি বহিষ্কার
বেক্সিমকো এলপিজি’র সিওও হলেন মেহেদী হাসান
মিয়ানমারে বিপুল পরিমাণ সার পাচারকালে আটক ১১
ঢাকা-১৮ আসনের সাবেক এমপি হাবিবের ভাই নাদিম হাসান গ্রেফতার
কালিগঞ্জে কলেজ ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
নীলফামারীতে সুপ্রীম সীডের মেগা মাঠ দিবস অনুষ্ঠিত

কৃষিবিদ মোস্তাফিজুর রহমান’র বদলি আদেশ প্রত্যাহারের দাবীতে পটুয়াখালীতে মানববন্ধন

কৃষিবিদ মোঃ মোস্তাফিজুর রহমান উপজেলা কৃষি অফিসার, পটুয়াখালী সদর এর প্রহসনমূলক বদলি আদেশ অবিলম্বে প্রত্যাহারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৭ মে বুধবার বেলা ১১ টায় পটুয়াখালী সদর উপজেলার সাধারন কৃষক- কৃষানীদের আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন কমলাপুর ইউনিয়নের কৃষক মশিউর রহমান ইসা, লোহালিয়া ইউনিয়নের কৃষক মো. জিহাদ হোসেন ও কৃষানী ফাতিমা জাহান এবং কৃষক মো. নজরুল ইসলাম, জৈনকাঠী ইউনিয়নের কৃষক নুরুজ্জামান তালুকদার, কমলাপুর ইউনিয়নের কৃষক মো. বারেক খান, মাদারবুনিয়া ইউনিয়নের কৃষক মোঃ মিজানুর রহমান, কালিকাপুর ইউনিয়নের কৃষক মোঃ মোতাহার আলী প্রমুখ।
জানা গেছে,
এ সময় কৃষকরা তাদের বক্তব্য বলেন,পটুয়াখালী সদর উপজেলা কৃষি অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান একজন কৃষক ও কৃষি বান্ধব অফিসার। তিনি এখানে যোগদানের পর প্রতিটি ফসলের আবাদ এবং উৎপাদন অনেক গুনে বেড়েছে। তিনি দেশের বিভিন্ন স্থান থেকে নতুন নতুন জাতের সবজি ও ফসলের বীজ- চারা এনে আমাদেরকে চাষাবাদ করাতে ইউনিয়নে ইউনিয়নে ও মাঠে মাঠে গিয়ে পরিদর্শন করে আমাদেরকে পরামর্শ দিয়ে সবজি ও ফসল উৎপাদনে উদ্বুদ্ধ কর আসছেন। সারসহ কৃষি প্রনোদনা এবং প্রশিক্ষনের মালামাল সঠিকভাবে বিতরন করেন। সার ডিলারদেরকে ইউনিয়নে ইউনিয়নে সার নিয়ে বিক্রি করার জন্য বাধ্য করেন। এতে অসাধু সার ব্যবসায়ী ডিলাররা ষড়যন্ত্র করে টাকা দিয়ে ১২/১৩ জন অকৃষক নারী পুরুষ নিয়ে মানববন্ধন করে তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করে ষড়যন্ত্র করে তাকে প্রহসনমূলক বদলি করা হয়েছে। সাধারন কৃষকরা এ প্রহসনমূলক বদলির আদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল রাখার জন্য জোর দাবী করেছেন তারা।
পরে সাধারন কৃষক- কৃষানীরা মিছিল করে উক্তদাবীতে একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে পেশ করেন।
জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন স্মারকলিপি যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রেরন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য বলবেন বলে কৃষকদেরকে আশ্বাস দেন।

শেয়ার করুনঃ