
মোঃ কামরুজ্জামান হেলাল, পটুয়াখালী জেলা প্রতিনিধি।
কৃষিবিদ মোঃ মোস্তাফিজুর রহমান উপজেলা কৃষি অফিসার, পটুয়াখালী সদর এর প্রহসনমূলক বদলি আদেশ অবিলম্বে প্রত্যাহারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।৭ মে বুধবার বেলা ১১ টায় পটুয়াখালী সদর উপজেলার সাধারণ কৃষক ও কৃষাণীদের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে এসময় বক্তব্য রাখেন বিভিন্ন ইউনিয়নের কৃষক ও কৃষাণী গন।এ মানববন্ধনে বিপুল সংখ্যক কৃষক এবং কৃষাণী উপস্থিত ছিলেন। উক্ত মানববন্ধনে বক্তারা বলেন, কৃষি বিদ মোঃ মোস্তাফিজুর রহমান কৃষি অফিসার হিসেবে পটুয়াখালী সদর উপজেলায় যোগদানের পর থেকেই কৃষক বান্ধব কৃষি অফিসার হিসেবে নিজেকে পরিচিত করে তুলছেন। তিনি পটুয়াখালী সদর উপজেলায় স্ব-পদে বহাল থাকলে কৃষক ও কৃষাণীরা অনেক উপকৃত হবেন। মানববন্ধন শেষে তারা একই দাবীতে পটুয়াখালী জেলা প্রশাসক এর নিকট স্মারক লিপি প্রদান করেন।