
জহিরুল ইসলাম ঝিকরগাছা যশোর প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় সুমন হোসেন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ বুধবার (৭ই মে) সকালে এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, সকালে গদখালি বাজার এলাকায় দ্রুত গতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে সজোরে ধাক্কা খেলে চালক গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সুমন হোসেন ঝিকরগাছা উপজেলার মমিনুর রহমানের ছেলে। বর্তমানে মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।ঝিকরগাছা হাইওয়ে থানার ওসি রোকনুজ্জামান বলেন, নিহতের স্বজনদের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।