
মোঃ নূরবক্ত মিঞা, স্টাফ রিপোর্টারঃ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে কুড়িগ্রামে জেলা পর্যায়ে মুক্ত গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি, এর চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে র্যালী ও আলোচনা সভা হয়েছে। “তথ্য হোক সত্য, গণমাধ্যম চাই মুক্ত” গণমাধ্যমে মুক্তি, গণতন্ত্রের শক্তি শ্লোগানে সকালে জেলা শহরের টেরে ডেস হোম মিলনায়তন থেকে একটি র্যালী বের হয়ে শহর ঘুড়ে টেরে ডেস হোমস সভাকক্ষে আলোচনা সভা করে। সভায় যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল হালিম, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, উদয়াঙ্কুর সেবা সংস্থার জেলা সমন্বয়কারী রবিউল ইসলাম, বিটনিক প্রতিনিধি খাইরুল হাসান আদনান, হাব সহ-সভাপতি আসাদুজ্জামান, সেক্রেটারী এম রশীদ আলীসহ অনেকে বক্তব্য রাখেন।ইউরোপীয়ান ইউনিয়ন দাতা সংস্থার যৌথ অনুদানে একশন এইড বাংলাদেশ সেন্টার ফর পিস এন্ড জাস্টিস, ব্র্যাক ইউনিভার্সিটি এর যৌথ সহযোগিতায় সুশীল,সাপোর্টিং দ্যা ইউনিটি এন্ড সাসটেইনএ্যাবিলিটি অব সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও’স) টু আপহোল্ড হিউম্যান রাইটস, ন্যাশনাল ইন্টিগ্রিটি এন্ড রুল’স অব ল ইন বাংলাদেশ প্রজেক্টের আওতায় বিটনিক, উদয়াঙ্কুর সেবা সংস্থা ও হাব কুড়িগ্রাম এ কর্মসূচির আয়োজন করে।গণযোগাযোগে ভুল তথ্যের প্রভাব, স্থানীয় গণমাধ্যমের ভূমিকা বিশ্লেষণ স্থানীয় সাংবাদিক ও কর্মীদের, বিশেষ করে নারীদের অনলাইন হয়রানি ও হুমকির বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং “জার্নালিস্ট স্পটলাইট” কার্যক্রমের মাধ্যমে স্থানীয় সাংবাদিকদের দৃঢ়তা ও অঙ্গীকার তুলে ধরা হয় এখানে।এছাড়াও স্থানীয় সাংবাদিক, সরকারি কর্মকর্তা, সিএসওদের মধ্যে সহযোগিতা জোরদার করা, অডিও ভিজ্যুয়ালের মাধ্যমে মুক্ত গণমাধ্যম, ভুল তথ্য, ফ্যাক্ট-চেকিং, নারীদের অনলাইন হয়রানি এবং ডিজিটাল সুরক্ষা সম্পর্কিত মূল বার্তাগুলো তুলে ধরা হয় সভায়।#