ঢাকা, বৃহস্পতিবার, ৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
নীলফামারীতে সুপ্রীম সীডের মেগা মাঠ দিবস অনুষ্ঠিত
“ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগ নেতা” ফেসবুকে নিন্দার ঝড়
সমবায় সমিতির জমি বিক্রয়ে জালিয়াতির অভিযোগ, দলিল লেখক আটক
আত্রাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আয়োজনে প্রস্তুতি সভা
সিআইডি প্রধান হলেন ছিবগাত উল্লাহ
কৃষিবিদ মোস্তাফিজুর রহমান’র বদলি আদেশ প্রত্যাহারের দাবীতে পটুয়াখালীতে মানববন্ধন
নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে মালিক বহীন ১০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি
কালিগঞ্জে কলেজ ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
কৃষিবিদ মোস্তাফিজুর রহমান’র প্রহসনমূলক বদলি আদেশ প্রত্যাহারের দাবীতে পটুয়াখালীতে মানববন্ধন
আত্রাইয়ে অভ্যন্তরীণ ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন
আমতলীর চাঞ্চল্যকর হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার
আত্রাইয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মবার্ষিকীতে সাজ সাজ রবে মেতে উঠেছে পতিসর
রাজস্থলীতে মতবিনিময় সভায় জেলা প্রশাসক হাবিবউল্লাহ মারুফ
টুরিষ্ট ভিসায় জেল খেটে বিদেশ ফেরত মকছুদ: কলাপাড়ায় দুই প্রতারকের বিরুদ্ধে মামলা
সাংবাদিকের ভুয়া পরিচয় দিয়ে বিভ্রান্তি ছড়িয়ে সুবিধা নিতে চায় প্রতারক সিকদার লিটন

কলাপাড়া বিএনপির সাবেক সভাপতি’র দলবদল: রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার ঝড়

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক এমপি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোস্তাফিজুর রহমান দীর্ঘ সময়ের বিএনপির রাজনীতি ছেড়ে ইসলামি আন্দোলন বাংলাদেশ(চরমোনাই) দলে যোগদান করেছেন। মঙ্গলবার (৬মে) দুপুরে তিনি বরিশালের চরমোনাই ইউনিয়নের ইসলামী আন্দোলনের আমীর মুফতি সৈয়দ রেজাউল করিমের নিজ বাড়ির আল কারীম জামে মসজিদে জোহরের নামাজ শেষে তার হাতে হাত রেখে যোগ দেন। এ সময় তার অনুসারী ও দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কে এম শরীয়াতুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।সাবেক এই এমপির দল বদলকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে তার যোগদানের খবরে ফেসবুকে পক্ষে বিপক্ষে পোস্ট ছড়িয়ে পড়ে। ছাত্রদল-যুবদল সহ কেউ লিখেছেন, কলাপাড়া বিএনপি আগাছা মুক্ত। কেউ আবার অভিমানের কথা প্রকাশ করেছেন। মোটকথা বিষয়টি স্বাভাবিক ভাবে মেনে নিতে পারেননি দলীয় নেতাকর্মী, ভক্ত এবং সমর্থকেরা।

দীর্ঘ রাজনৈতিক নিষ্ক্রিয়তার অবসান, বিএনপির সঙ্গে অসন্তোষ ও কাঙ্ক্ষিত ভূমিকা না পাওয়া এবং আগামী জাতীয় নির্বাচনে হাতপাখা প্রতীক নিয়ে অংশগ্রহণের লক্ষ্যেই ইসলামী আন্দোলনে যোগ দিয়েছেন বলে মনে করছেন তার অনুসারীরা।

উল্লেখ্য অধ্যাপক মোস্তাফিজুর রহমান ১৯৯৬ সালের ১৫ ই ফেব্রুয়ারী পটুয়াখালী-৪ (কলাপাড়া- রাঙ্গাবালী) আসন থেকে এমপি নির্বাচিত হন। ১৯৯০ সাল থেকে ৯৯৯৭ সাল পর্যন্ত তিনি কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি ২০০৮ সালে কলাপাড়া উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। সর্বশেষ তিনি ২০২৪ সাল থেকে উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির ২ নং সদস্য হিসেবে দায়িত্বে ছিলেন।রাজনৈতিক জীবনে বহু চড়াই-উতরাই পার করলেও দীর্ঘদিন ধরে রাজনীতিতে নিস্ক্রিয় ছিলেন বিএনপির এ নেতা।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, অধ্যাপক মোস্তাফিজুর রহমানের অভিজ্ঞতা, স্থানীয় জনপ্রিয়তা ও সাংগঠনিক দক্ষতা ইসলামী আন্দোলনের জন্য বড় ধরনের লাভ হতে পারে। বিশেষ করে পটুয়াখালী-৪ আসনে ইসলামী আন্দোলনের রাজনৈতিক ভিত্তি সম্প্রসারণে এটি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।এই দলবদল কি কেবল রাজনৈতিক কৌশল, নাকি আদর্শিক পরিবর্তন? এ নিয়ে এখন সরব পুরো উপকূলীয় রাজনীতি। ভোটের মাঠে অধ্যাপক মোস্তাফিজ কতটা প্রভাব ফেলতে পারেন, সেটিই এখন দেখার বিষয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলার শাখার সহ-সভাপতি এ্যাডভোকেট জেড এম কাওসার বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য ফরম পূরন করে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ ফজলুল করিমের হাতে হাত রেখেছেন। ইসলামের আদর্শে অনুপ্রানিত হয়ে এবং ইসলামের পক্ষে কাজ করার লক্ষ্যে তিনি যোগদান করেছেন।

কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক জানান, অধ্যাপক মোস্তাফিজুর রহমানের দলত্যাগের খবরে আমরা মর্মাহত হয়েছি। কারণ কিছু দিন আগেও বিএনপির বর্ধিত সভায় তিনি তার বক্তব্যে বলেছিলেন, বিএনপিতে আছি, এখানেই থাকব, আমার অন্য দলে যাওয়ার কোন সম্ভাবনা নেই। তিনি আরও জানান, বিএনপি একটি বিশাল প্লাটফর্ম, এখান থেকে কোন একজন নেতা চলে গেলে দলে তেমন প্রভাব পড়বে না।তাছাড়া তিনি অনেক বছর পর্যন্ত বিএনপির রাজনীতিতে নিস্ক্রিয় ছিলেন। দক্ষিণ বঙ্গের জনপ্রিয় নেতা কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন’র নেতৃত্বে অতীতের যেকোনো সময়ের চেয়ে কলাপাড়া বিএনপি অনেক শক্তিশালী এবং সুসংগঠিত রয়েছে বলে জানিয়েছেন তিনি।

অধ্যাপক মো.মোস্তাফিজুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে আমি বিএনপিতে নিষ্ক্রিয় ছিলাম। বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে আমি মনে করি বাংলাদেশ ইসলামী আন্দোলন সঠিক রাজনীতি করছে। জীবনের শেষ বয়সে মানুষের জন্য কিছু করে যেতে পারি এজন্যই আমি ইসলামী আন্দোলনে যোগ দিয়েছি। তিনি আরও বলেন, প্রার্থী হিসেবে ইসলামী আন্দোলনের কাছে আমি নমিনেশন চাইবো। দল থেকে যদি আমাকে যোগ্য মনে করে তাহলে ১১৪ পটুয়াখালী-৪ আসন থেকে নির্বাচন করবো।

শেয়ার করুনঃ