ঢাকা, বৃহস্পতিবার, ৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
“ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগ নেতা” ফেসবুকে নিন্দার ঝড়
সমবায় সমিতির জমি বিক্রয়ে জালিয়াতির অভিযোগ, দলিল লেখক আটক
আত্রাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আয়োজনে প্রস্তুতি সভা
সিআইডি প্রধান হলেন ছিবগাত উল্লাহ
কৃষিবিদ মোস্তাফিজুর রহমান’র বদলি আদেশ প্রত্যাহারের দাবীতে পটুয়াখালীতে মানববন্ধন
নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে মালিক বহীন ১০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি
কালিগঞ্জে কলেজ ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
কৃষিবিদ মোস্তাফিজুর রহমান’র প্রহসনমূলক বদলি আদেশ প্রত্যাহারের দাবীতে পটুয়াখালীতে মানববন্ধন
আত্রাইয়ে অভ্যন্তরীণ ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন
আমতলীর চাঞ্চল্যকর হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার
আত্রাইয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মবার্ষিকীতে সাজ সাজ রবে মেতে উঠেছে পতিসর
রাজস্থলীতে মতবিনিময় সভায় জেলা প্রশাসক হাবিবউল্লাহ মারুফ
টুরিষ্ট ভিসায় জেল খেটে বিদেশ ফেরত মকছুদ: কলাপাড়ায় দুই প্রতারকের বিরুদ্ধে মামলা
সাংবাদিকের ভুয়া পরিচয় দিয়ে বিভ্রান্তি ছড়িয়ে সুবিধা নিতে চায় প্রতারক সিকদার লিটন
নোয়াখালীতে বিধবার জমি উদ্ধার করতে গিয়ে ফাঁসলেন স্বেচ্ছাসেবক দল নেতা

নওগাঁয় ৩০ হাজার হেক্টর জমিতে আম চাষ,ভালো ফলনের আশায় চাষিরা

আব্দুল মজিদ মল্লিক, নিজস্ব প্রতিবেদক নওগাঁ: বাণিজ্যিক আমের রাজ্যখ্যাত নওগাঁর বরেন্দ্র অঞ্চল। মুকুলের মৌমৌ গন্ধ নাকে না আসলেও জৈষ্ঠ্যমাসের সুস্বাদু খাবার আম আর অল্প কিছুদিনের মধ্যেই বাজারে আসার অপেক্ষায়। শুরুতে ভালো আবহাওয়া থাকলেও এই মুহুর্তে প্রচণ্ড খরায় পুড়ছে সবুজের সমারোহে বরেন্দ্র জেলা নওগাঁ। দীর্ঘদিন বৃষ্টি না হওয়া ও খরায় গাছ থেকে ঝরে পড়ছে আম। এতে দুশ্চিন্তায় পড়েছেন বাগান মালিকরা। এভাবে চলতে থাকলে ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন তারা।তবে কৃষি বিভাগ বলছে, চলতি মাসেও বৃষ্টি না হলে আম উৎপাদনে তেমন কোনো ব্যঘাত ঘটবে না। এমন আবহাওয়ায় আমগাছের গোড়ায় সব সময় পানি এবং পোকার আক্রমণ ঠেকাতে কীটনাশক ব্যবহারের পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর নওগাঁর ১১টি উপজেলায় ৩০ হাজার ৩০০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের আম চাষ হয়েছে। যা থেকে প্রায় ৪ লাখ টনের অধিক আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, প্রতি বছরই নওগাঁ জেলায় বাড়ছে আম বাগান। আম উৎপাদনে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলাকে ছাড়িয়ে গেছে এই বরেন্দ্র জেলা। আর কয়েকদিন পরই আম গাছ থেকে নামিয়ে বাজারজাত করার স্বপ্ন দেখছিলেন এ অঞ্চলের বাগানিরা। কিন্তু গত দুই সপ্তাহ ধরে টানা তাপদাহ তাদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।তীব্র খরায় আমের বোঁটা লাল হয়ে ঝরে পড়ছে। তবে কয়েকদিন আবহাওয়া কিছুটা শীতল হালকা বৃষ্টি হওয়ায় স্বস্তি ফিরেছে আম চাষিদের মনে।

জেলায় যে পরিমাণ আম বাগান রয়েছে তার ৭০ শতাংশই সাপাহার, পোরশা, নিয়ামতপুর ও পত্নীতলায়। এ জেলার আম অত্যন্ত সুস্বাদু ও সুমিষ্ট। আম্রপালির সুনাম রয়েছে দেশ ও বিদেশে। স্বাদে অতুলনীয় হওয়ায় জেলার ৬০ শতাংশ বাগানেই রয়েছে আম্রপালি ও ২০ শতাংশ বাগানে রয়েছে বারি-৪।এ ছাড়া কাটিমন, গোপালভোগ, নাক ফজলি, ক্ষীরসাপাত, ল্যাংড়া, হিমসাগর, আশ্বিনা, বারি-৪ ও গুটি জাতের আমের সুনাম রয়েছে। প্রতি মৌসুমে বিভিন্ন জাতের আম যাচ্ছে ভারত, ইংল্যান্ডসহ বিভিন্ন দেশে।পত্নীতলার আম চাষি রুহুল আমিন ও আবদুল্লাহ সেলিম জানান, প্রচন্ড খরায় যে পরিমাণ আম গাছ থেকে ঝরে পড়ছে তাতে এবার লোকসান গুনতে হবে। পানি সংকটের কারণে বাগানে সেচ দেওয়া খুবই খুষ্টসাধ্য হয়ে পরেছে। এ অবস্থা চলতে থাকলে আমের ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন তারা। সাপাহারের আম চাষি কোরবান আলী প্রামাণিক জানান, পানি সংকটের কারণে গাছে খুব কষ্ট করে পানি স্প্রে করা হচ্ছে। তবে কয়েকদিন ঠান্ডা আবহাওয়ার সাথে ঝিরিঝিরি বৃষ্টি হওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে।

নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ বলেন, খরার কারণে কিছু আম ঝরে পড়লেও তেমন সমস্যা নেই। ঝরে পড়ার পর যে আম থাকবে সেগুলোর মান ভালো থাকবে। খরার আগেই গাছে আম মটর দানায় পরিণত হয়েছে। তিনি আরও বলেন, এমন আবহাওয়ায় আমের গাছের গোড়ায় সব সময় পানি দিতে হবে। তা না পারলে পানি স্প্রে করতে হবে এবং পোকার আক্রমণ ঠেকাতে কীটনাশক ব্যবহার করতে হবে। গত বছরের চেয়ে এবার ফলন বেশি হওয়ার আশা করছেন তিনি।

শেয়ার করুনঃ