ঢাকা, বুধবার, ৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে সাবেক এমপি-মন্ত্রী-ডিসি-এসপিসহ আ’লীগের নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের
ঝালকাঠিতে কারারক্ষী নিয়োগে অনিয়মের অভিযোগ-চাকরিপ্রত্যাশীদের বিক্ষোভ
বাংলাদেশ জামায়াতে ইসলামী নকলা ইউনিয়ন কমিটি গঠন: সভাপতি নবী হোসেন সাঃ সম্পাদক সাফিত
মিরসরাইয়ে হাঁস নিয়ে ঝগড়ার জেরে বৃদ্ধকে গলাটিপে হত্যার অভিযোগ
ছোট পোশাক তারাই পরবে,যাদের মানায়:সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মিম
নোয়াখালীতে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ভয়ভীতি প্রদর্শন,মামলার এজাহারনামীয় প্রধান আসামী গ্রেফতার
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী লিটন গ্রেফতার
পুলিশের সাবেক ডিআইজি এ এইচ এম ফিরোজ কবীর মারা গেছেন
নোয়াখালী বিএনপির পুর্ণাঙ্গ আহবায়ক কমিটি অনুমোদন, নেতাকর্মীদের উচ্ছ্বাস
রাজধানীতে উল্টো পথে গাড়ি চলাচল,দেড় শতাধিক মামলা
বাঙ্গালহালিয়া সরকারি কলেজের প্রতিষ্ঠাতা শিক্ষকের বিদায় সংবর্ধনা
নালিতাবাড়ীতে পানের বরজ কেটে ফেলেছে দুর্বৃত্তরা, চাষীর মাথায় হাত
আত্রাইয়ে ভটভটি উল্টে নিহত-১
বরের কিডনী নষ্ট শোনে গৃহবধুর বিদায়: ছেলেকে বাচাঁতে মায়ের আকুতি

ছোট পোশাক তারাই পরবে,যাদের মানায়:সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মিম

কয়েক দিন আগে অভিনেতা সিদ্দিককে মারধর ও লাঞ্ছিত করে রাজধানীর রমনা থানায় সোপর্দ করা হয়। এসব বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এখনো চর্চা চলছে। এ নিয়ে নানাজন প্রতিবাদ জানিয়েছেন। এবার বিষয়টি নীরবতা ভাঙলেন সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মডেল-অভিনেত্রী মারিয়া মিম। পাশাপাশি নিজের পোশাক বিতর্ক নিয়েও কথা বলেছেন এই অভিনেত্রী।

এ বিষয়ে মিমকে প্রশ্ন করা হলে স্পষ্ট করে তিনি বলেন, “তার সঙ্গে আমার বিচ্ছেদ হয়েছে ৬-৭ বছর আগে। সে তো আমার স্বামী নন,তাই এই বিষয়ে কিছুই বলতে চাই না।”

ডিভোর্সের পর থেকে সোশ্যাল মিডিয়ায় নিজের খোলামেলা,আবেদনময়ী উপস্থিতির জন্যও আলোচনায় রয়েছেন মিম। সমালোচনা সত্ত্বেও তিনি নিজের মতো করে জীবনযাপন করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। গতকাল সেলিব্রেটিদের নিয়ে আয়োজিত একটি ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিয়ে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের পোশাক বিতর্ক নিয়েও মুখ খোলেন এই মডেল ও অভিনেত্রী।

মারিয়া মিম বলেন, “আমার পোশাক নিয়ে সমালোচনা শুনতে হয়। কিন্তু আমি তো দেশে ছোট পোশাক পরি না, বিদেশে পরি। কারণ আমি বেড়ে উঠেছি বার্সেলোনায়। সে কারণে ওয়েস্টার্ন পোশাক পছন্দ করি। এই ধরণের পোশাকে আমাকে ভালোও লাগে।”
পোশাক নিয়ে মানসিকতার পরিবর্তনের আহ্বান জানিয়ে তিনি বলেন, “বলিউডের কেউ ছোট পোশাক পরলে প্রশংসা করা হয়, কিন্তু আমরা পরলে সেটা ভালো লাগে না। আমি মনে করি, মানুষের মেন্টালিটি পরিবর্তন করা উচিত। মিডিয়াতে কাজ করতে হলে তো গ্ল্যামারাস থাকতে হবে, সুন্দর ড্রেস পরতে হবে।”
“ছোট পোশাক তারাই পরবে যাদের মানায়, সুন্দর লাগবে। যারা ফিট না, তারা যদি ছোট পোশাক পরে বা ওয়েস্টার্ন ড্রেস পরে সেটা দেখতে খারাপ লাগবে।” বলেন মিম।

ছোট পোশাকে স্বাচ্ছন্দ্যবোধ করেন মারিয়া মিম
বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনের নাগরিক মারিয়া মিম ২০১২ সালে জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০১৩ সালে এই দম্পতির ঘর আলো করে আসে তাদের প্রথম সন্তান আরশ হোসেন। বিবাহবিচ্ছেদের মাধ্যমে সেই ভালোবাসার ইতি ঘটে ২০১৯ সালের শেষের দিকে।

শেয়ার করুনঃ