
নোয়াখালী জেলার চাটখিল থানার জোর পূর্বক ধর্ষণ ও ভিডিও ধারণ করে ভয়ভীতি প্রদর্শন করার অপরাধের মামলার এজাহারনামীয় প্রধান আসামী মো. আকরামকে (৫৫) গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (৬ মে) রাতে কুমিল্লার মনোহরগঞ্জ থেকে র্যাব-১১,সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের সদস্যরা তাকে গ্রেফতার করে।
এদিন রাতে ক্যাম্পের কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর আভিযানিক দল গোয়েন্দা তথ্যের সহায়তায় নোয়াখালী জেলার চাটখিল থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলার এজাহারনামীয় প্রধান আসামী মো.আকরাম (৫৫) কে কুমিল্লা জেলা মনোহরগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করতে সক্ষম হয়।
তিনি আরও জানান,গ্রেফতার আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নোয়াখালী জেলার চাটখিল থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন আছে।
ডিআই/এসকে
.