
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :জয়পুরহাটের পাঁচবিবিতে জীম পাবলিক প্রি-ক্যাডেট স্কুলের আয়োজনে গতকাল উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো দিনব্যাপী শিক্ষা সফর,খেলাধুলা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। পাঁচবিবি উপজেলার ঐতিহাসিক পাথরঘাটা এলাকায় এই আয়োজনে অংশ নেন বিদ্যালয়ের শিক্ষার্থী,শিক্ষক শিক্ষিকা,অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।দিনভর এই আয়োজনে শিশুদের অংশগ্রহণে বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালিত হয়। শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং বিজয়ী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় আকর্ষণীয় পুরস্কার।শিক্ষার্থীরা জানান,এই আয়োজনটি তাদের জন্য ছিল এক ভিন্ন অভিজ্ঞতা। ক্লাসরুমের বাইরের পরিবেশে অংশগ্রহণ করতে পেরে তারা অত্যন্ত আনন্দিত। অনেকেই বলেন, এমন আনন্দঘন দিন তারা দীর্ঘদিন মনে রাখবেন।অভিভাবকরা জানান,এমন একটি ব্যতিক্রমধর্মী আনন্দঘন আয়োজন শিক্ষার্থীদের মনে শিক্ষার প্রতি উৎসাহ বাড়াবে এবং মানসিকভাবে তাদের বিকাশে সহায়তা করবে। একজন অভিভাবক মা বলেন, “শিশুদের জন্য এই ধরনের আয়োজন অত্যন্ত প্রয়োজনীয়। এতে তারা আনন্দের মধ্যে দিয়ে শেখার সুযোগ পায়।স্কুল কর্তৃপক্ষ জানান, শিক্ষার পাশাপাশি শিশুদের মানসিক ও সামাজিক বিকাশে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ।ভবিষ্যতেও এমন আরও কার্যক্রমের উদ্যোগ নেওয়া হবে।অনুষ্ঠানের শেষ পর্বে অত্র স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ আবু সুফিয়ান মুক্তার বলেন,শুধু বিদ্যালয়ে নয়, প্রতিটি বাড়িকেও হতে হবে একটি ক্ষুদ্র বিদ্যালয়। সকল অভিভাবক, বিশেষ করে মায়েদের এগিয়ে এসে সন্তানের পড়াশোনার প্রতি নজরদারি বাড়াতে হবে এবং আরও সচেতন ও মনোযোগী হতে হবে।তিনি আরও বলেন, শিশুদের মানসম্মত শিক্ষার জন্য অভিভাবকদের আরও সক্রিয় হতে হবে। আমরা চাই অভিভাবকরা নিয়মিত স্কুলে এসে শিক্ষার অগ্রগতি পর্যবেক্ষণ করুক। তিনি,বিদ্যালয় ও শিক্ষার্থীর উত্তরোত্তর সাফল্যের জন্য সকলের দোয়া ও পরামর্শ কামনা করেন।