
আমি মো. ইস্রাফিল হাওলাদার নাজিরপুর উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ও এজাবুল হাওলাদার (রিজু) শেখমাঠিয়া ইউনিয়নের শ্রমিকদলের সভাপতি। গত সোমবার (০৫ মে) আমাদের বিরুদ্ধে দৈনিক আমার দেশ অনলাইন ও বার্তা বাজার অনলাই পত্রিকায় “খালেদা জিয়ার ছবি টানিয়ে জামায়াত কর্মীর দোকান দখল” এই শিরোনামে একটি নিউজ প্রকাশিত হয়। যাহার কিছুই আমি জানি না। এবং আমার কোনো প্রকার বক্তব্য ছাড়া নিউজটি প্রকাশিত করা হয়েছে। আমি শুনেছি ঘরটি বিএনপি’র স্থানীয় কর্মীরা তাদের অফিস বানিয়েছেন। তবে ঘরটি বিএনপি অফিস ছিলো গত ২০১৮ সালের নির্বাচনের দিন ৩০ ডিসেম্বর স্থানীয় আওয়ামী লীগ নেতা ওবায়দুল শেখের নেতৃত্ব দখল করা হয়। পরবর্তীতে ৫ই আগষ্ট ফ্যাসীবাদী আ’লীগের পতনের পরে পুনরায় উদ্ধার করে বিএনপি নেতাকর্মীরা। নিউজে উল্লিখিত জামায়াত কর্মী সাইদুল শেখ আওয়ামী লীগ নেতা ওবায়দুল শেখের ভাই ও শ ম রেজাউল করিমের অনুসরী ছিলেন।
উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. রিয়াজ ফরাজী জানান, তার কাছ থেকে আমার দেশ এবং বার্তা বাজার প্রতিনিধি কোনো বক্তব্য নেন নাই। আমি নিউজের ব্যাপারে কিছু জানি না।
সাইদুল শেখ জামায়াতের কর্মী নন বলে নিশ্চিত করেন শেখমাটিয়া ইউনিয়ন জামায়াত ইসলামির আমীর আব্দুর রহমান। তিনি বলেন তার পরিবারসহ সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাদের সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নাই। এই রকমের ভিত্তিহীন নিউজে জামায়াত ইসলামীর ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে।
ইস্রাফিল হাওলাদার
যুগ্ম আহবায়ক
উপজেলা স্বেচ্ছাসেবক দল
নাজিরপুর,পিরোজপুর