
রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে বাগেরহাট-৪ আসনের সাবেক এমপি ও সাবেক ওয়ার্ড কমিশনারসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও নয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
মঙ্গলবার(৩মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। গতকাল দিনব্যাপী রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাগেরহাট-৪ আসনের সাবেক সংসদ সদস্য আমিরুল আলম মিলন (৭০), পল্লবী থানা যুবলীগের সহ-সভাপতি কাজী মো. সারোয়ার জাহান মিঠু (৪২), যাত্রাবাড়ী ৬৩ নং সাবেক ওয়ার্ড কমিশনার মো. শফিকুল ইসলাম দিলু (৭২), শাহ-আলী থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ তাজ উদ্দিন (৩৫), রমনা থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রধানীয়া (৪৮), চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর পৌরসভার চেয়ারম্যান ও সদর উপজেলার আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মোখলেছুর রহমান (৭২), বংশাল থানা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. এমরান গোলদার (৪৫), নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৬২ নং ওয়ার্ডের সাবেক সভাপতি মোহাম্মদ তানভীর আহমেদ অন্তু (৩৫) ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল শাখার যুগ্ম সাধারণ সম্পাদক অরিত্র নন্দী (২৭)।
ডিবির বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, গতকাল সোমবার (৫ মে) ডিবি-ওয়ারী বিভাগের একটি আভিযানিক দল রাজধানীর ইন্দিরা রোড এলাকায় অভিযান পরিচালনা করে রাত ১১টা ৪৫ মিনিটের দিকে আমিরুল আলম মিলনকে গ্রেফতার করে। একই দিন বিকেল আনুমানিক ৪টার দিকে রাজধানীর বংশাল এলাকায় অভিযান পরিচালনা করে কাজী মো.সারোয়ার জাহান মিঠুকে গ্রেফতার করে ডিবি-ওয়ারী বিভাগের একটি টিম। তার বিরুদ্ধে রাজধানীর মিরপুর ও পল্লবী থানায় দুটি হত্যা মামলা রয়েছে।
এছাড়াও সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান পরিচালনা করে মো. শফিকুল ইসলাম দিলুকে গ্রেফতার করে ডিবি-সাইবার বিভাগের একটি টিম। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় কয়েকটি হত্যা মামলা রয়েছে। একই দিন সকাল আনুমানিক ১০টার দিকে মিরপুর বেড়িবাঁধ এলাকায় অভিযান পরিচালনা করে মোহাম্মদ তাজ উদ্দিনকে গ্রেফতার করে ডিবি-মিরপুর বিভাগের একটি টিম। অন্যদিকে একই দিন রাত ১০টার দিকে ভিকারুন্নেসা স্কুলের সামনে থেকে ইসমাইল হোসেন প্রধানীয়াকে গ্রেফতার করে ডিবি-সাইবার বিভাগের একটি টিম।
তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
এছাড়াও মঙ্গলবার (৬ মে) দিবাগত রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটের দিকে মো. মোখলেছুর রহমানকে রাজধানীর গাবতলী এলাকা থেকে গ্রেফতার করে ডিবি-তেজগাঁও বিভাগের একটি টিম। গতকাল সোমবার দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিএের দিকে রাজধানীর বংশাল এলাকা থেকে মো.এমরান গোলদারকে গ্রেফতার করে ডিবি-লালবাগ বিভাগের একটি টিম। এদিন রাত আনুমানিক ১১টা ৫৫ মিনিটের দিকে যাত্রাবাড়ী এলাকা থেকে মোহাম্মদ তানভীর আহমেদ অন্তুকে গ্রেফতার করে। একই দিন ডিবি-সাইবার বিভাগের একটি আভিযানিক দল রাজধানীর দারুসসালাম থানাধীন শিমুলতলা আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে আনুমানিক ২টা ১৫ মিনিটের দিকে অরিত্র নন্দীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত ছিল বলেও জানান তিনি।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
ডিআই/এসকে