
যশোরের ঝিকরগাছায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রাহুল হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক ঝিকরগাছা সদর ইউনিয়নের নওদাপাড়া গ্রামের মোশাররফ হোসেন মিন্টুর ছেলে।
ঘটনা সুত্রে জানা যায়, সোমবার (৫ মে) আনুমানিক বিকাল সাড়ে ৫টার দিকে রাহুল তার ঘরে আইপিএসের সাথে ফ্যানের লাইন সংযোগ করার জন্য ছোট ভাই তাহসিনকে সুইচ আনতে দোকানে পাঠায়। কিছুক্ষন পরে তাহসিন সুইচ নিয়ে এসে দেখতে পান তার ভাই মেঝেতে পড়ে আছে। তার চিৎকারে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে নতুন হাট বাজারে আসলাম ডাক্তারের কাছে নিয়ে গেলে তিনি পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। নিহত রাহুলের ডান হাত ও বুকে বৈদ্যুতিক আঘাতের ক্ষত চিহ্ন রয়েছে। ভিকটিমের মরদেহ বর্তমানে নিজ বাড়িতে রয়েছে।