
রাঙ্গামাটি জেলায় মানসম্মত শিক্ষা নিশ্চিতকরনের লক্ষ্যে রাঙ্গামাটি জেলা প্রশাসকের উদ্যোগে “ত্রিপক্ষীয় সভা” নামে অভিভাবক সভার যাত্রা শুরু করা হয়েছে।
তারই ধারাবাহিকতায় রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে উদ্যোগে শিক্ষার মান উন্নয়নের লক্ষে ‘শিক্ষক-শিক্ষার্থী -অভিভাবক ত্রিপক্ষীয়’ মাসিক সভার শুরু করা করেন।
৫ মে সোমবার দুপুর ১ টায় বিদ্যালয়ের হলরুমে ত্রিপক্ষীয় প্রথম সভা অনুষ্ঠিত হয়।
বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক কনক বড়ুয়ার সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখ্যেইমং চৌধুরী, প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও ৩২০ নং কাকাড়াছড়ি মৌজার হেডম্যান ক্যসুইথুই চৌধুরী, বিশেষ অথিতি ছিলেন সিনিয়র শিক্ষক মাঃলিয়াকত আলী,জামাল উদ্দিন, আয়শা বেগম,সুমন দে,সহকারি শিক্ষক নাঈম উদ্দিন,অভিভাবক ও বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃআইয়ুব চৌধুরী, বিদ্যাললয় পরিচালনা কমিটির সদস্য জিকু কুমার দে,অভিভাবক ডালিম বড়ুয়া প্রমুখ।
এসময় বক্তারা বলেন “সন্তানের সাফল্যে অভিভাবকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই অভিভাবকদের আরও আন্তরিক হতে হবে।বিদ্যালয়ের শৃঙ্খলা ও ভাল পরিবেশ,এন্ড্রয়েড মোবাইল ব্যবহার না করা, নিয়মিত শিক্ষার্থীদের, শিক্ষকদের উপস্থিতি সহ বিষয়গুলো নিশ্চিত করা এবং ত্রিপক্ষীয় সভা আন্তরিকতার সঙ্গে চলমান রাখলে নিশ্চয়ই মান সম্মত শিক্ষা প্রতিষ্ঠিত হবে।