
দিনাজপুরের ফুলবাড়ীতে হাফেজী চ্যারিটিবল সোসাইটি অফ বাংলাদেশ এর অর্থায়নে নব মুসলিম ও অসহায় মুসলিম পরিবারদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে।৫ মে সকাল দশটায় মাদিলাহট মাদ্রাসার মাঠে মুক্তাকি কল্যাণ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এই মহতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুত্তাকি কল্যাণ ফাউন্ডেশন এর যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক আল আমিন বিন আমজাদের সঞ্চালনায় সভাপতি করেন মুত্তাকী কল্যাণ ফাউন্ডেশন এর সভাপতি ডঃ সোলায়মান মন্ডল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নব মুসলিম পরিবারের মাঝে চাউল বিতরণ করেন হাফেজ্জী চেরিটেবল সোসাইটির মহা পরিচালক নব মুসলিম মুহাম্মদ রাজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক প্রফেসর আমিরুল ইসলাম।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাহার মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু মুসা মোহাম্মদ, মাদিলাহাট মাদ্রাসার মুহতামিম মাওলানা সুলতান হামিদী,গঙ্গাপুর মাদ্রাসার মুহতামিম হাফেজ আবুল হাসান,বেতদিঘী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান,ইউপি সদস্য হাসেদ আলী।
অনুষ্ঠানে নব মুসলিম ও অসহায় মুসলিম ৬০টি পরিবারকে ৫০ কেজি করে চাউল দেওয়া হয়।
মুত্তাকি কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এস এম নাজিবের নেতৃত্বে
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মুত্তাকি কল্যাণ ফাউন্ডেশন এর সকল সদস্যবৃন্দ।