
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কলাবাগান থানা ও তেজগাঁও শিল্পাঞ্চল থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুলিশ পরিদর্শক পদমর্যাদার
পুলিশ পরিদর্শকে পদায়ন করা হয়েছে।
সোমবার(৫ মে) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক আদেশে এ পদায়নের তথ্য জানান।
বদলির আদেশে বলা হয়, সিটিটিসির নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. ফজলে আশিককে কলাবাগান থানার অফিসার ইনচার্জ, ডিবি সাইবার স্পেশাল ক্রাইম দক্ষিণের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. আসলাম হোসেনকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করা হলো। একই আদেশে তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ গাজী শামীমুর রহমানকে ডিএমপি ডিবিতে বদলি করা হয়।
এর আগে বঙ্গবন্ধু পরিষদের এক নেতার কাছে এক কোটি টাকা চাঁদা দাবীর অভিযোগে কলাবাগান থানার ওসিকে প্রত্যাহার করা হয়।
ডিআই/এসকে