
কুয়েল ইসলাম সিহাত, বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বিস্ফোরক দ্রব্য আইন মামলায় পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের আওয়ামীলীগ নেতা মো. মউর রহমান (৬৩) ও তাঁর ছেলে মো. সোহেল রানা (২২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার বড়শশী ইউনিয়নের মহিষবাথান এলাকার নিজ বাড়ি থেকে বিস্ফোরক দ্রব্য আইনে বাবা ও ছেলেকে আটক করেছে বোদা থানা পুলিশ।
রবিবার (৪ মে) রাতে তাদেরকে আটক করে আইনি প্রকৃয়া শেষে জেল হাজতে প্রেরণ করা হয়। আটক বাবা ময়ুর রহমান (৬৩) উপজেলার বড়শশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ছেলে সোহেল রানা সোহাগ বাংলাদেশ ছাত্রলীগ বড়শশী ইউনিয়নের সভাপতি।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ নভেম্বর বোদা থানায় দায়ের করা মামলায় (মামলা নং-০৪) বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৪ ধারা এবং দণ্ডবিধির ১৪৩/৩২৩/৩০৭/১১৪ ধারায় তাঁদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। মামলার তদন্তের অংশ হিসেবে- ২০২৫ সালের রবিবার (৪ মে) তাঁদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গতকাল সোমবার (৫ মে) সকালে আদালতের মাধ্যমে বাবা-ছেলে কে পঞ্চগড় কারাগারে পাঠিয়েছে বোদা থানার পুলিশ।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ নভেম্বর বোদা উপজেলার বেংহাড়ী ইউনিয়নের এক জনসভায় বোমা বিস্ফোরনের ঘটনায় যুবদল কর্মী সোহাগ বাদী হয়ে বোদা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন। দায়ের করা মামলা নং- ০৪। সেই মামলায় নিজ বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।