ঢাকা, সোমবার, ৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
নার্সিং ও মিডওয়াইফারি ডিপ্লোমাকে স্নাতক সমমানের দাবিতে ঝালকাঠিতে শিক্ষার্থীদের ‘শাটডাউন’ কর্মসূচি
মানসম্মত শিক্ষা নিশ্চিতকরনে বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে ত্রিপক্ষীয় প্রথম সভা
ফিরছেন খালেদা জিয়া: অভ্যর্থনাকারী ও সাংবাদিকরা গাড়ি রাখবেন যেখানে
নওগাঁয় বজ্রপাতে কিশোরের মৃত্যু
উলিপুরে শত্রুতার জেরে বেড়ে চলেছে ফসলহানীর ঘটনা
বকশীগঞ্জে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল কাইয়ুমের পথসভা-কর্মীসমাবেশ
ফুলবাড়িতে অসহায় মুসলিম পরিবারদের মাঝে চাউল বিতরণ
কসবা সীমান্তে বিএসএফের গুলি:ঢাকায় চিকিৎসাধীন গুলিবিদ্ধ সেই ভারতীয় চোরাকারবারি আটক
কলাবাগান ও তেজগাঁও শিল্পাঞ্চল থানায় নতুন ওসি
বেইলি রোডের সিরাজ টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে,ছাদ থেকে উদ্ধার ১৮ জন
বেইলি রোডে ভবনে আগুন,যানজটে আটকা ফায়ার সার্ভিসের ৯ ইউনিট
শ্রীবরর্দীতে মাদ্রাসার জমি জবর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
বোদায় বিস্ফোরক দ্রব্য আইনে বাবা- ছেলে আটক
পার্বত্য উপদেষ্টার সাথে ব্রিটিশ হাই কমিশনারের সাক্ষাৎ
সলঙ্গায় আলহাজ্ব আবু বক্কার তালুকদার চলে গেলেন না ফেরার দেশে

আমতলীতে বিয়ের দাবীতে অনশনে বসা তরুণীর বিরুদ্ধে মামলা

আমতলী(বরগুনা)প্রতিনিধি:বরগুনার আমতলীতে বিয়ের দাবিতে অনশনে বসা এক ছাত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে।রোববার (৪ মে) প্রেমিকের বড় ভাই আল আমিন বিশ্বাস বাদী হয়ে আত্মহত্যার হুমকির অভিযোগ এনে এ মামলাটি দায়ের করা হয়। ঐ ছাত্রীকে আসামি করে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে
মামলা দায়ের করা হয় বলে জানা গেছে। আদালতের বিচারক মো. ইমরান হাসান ইপ্তি মামলাটি আমলে নিয়ে আমতলী থানার ওসিকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন। জানা গেছে, আমতলী পৌর শহরের একে স্কুল সড়কের স্নাতকোত্তর অধ্যায়নরত
বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর সঙ্গে উপজেলার দক্ষিণ -পশ্চিম আমতলী গ্রামের আব্দুর রহমান বিশ্বাসের ছেলে মহিউদ্দিন বিশ্বাস ১৬ বছর আগে প্রেম করে। তখন প্রেমিক মহিউদ্দিন দশম শ্রেণীতে এবং প্রেমিকা একই বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে লেখাপড়া করত। তাদের প্রেমের সম্পর্ক গত ১৬ বছর ধরে চলে আসছিল। প্রেমিক মহিউদ্দিন তার সঙ্গে বেশ কয়েকবার শারীরিক সম্পর্ক করেছেন এমন অভিযোগ ওই ছাত্রীর। ২০১৭ সালে প্রেমিক মহিউদ্দিন কুয়েত চলে যান। কুয়েত যাওয়ার পর বেশ কয়েকবার ওই ছাত্রীর পরিবার তাকে বিয়ে দিতে উদ্যোগ নেয় কিন্তু প্রেমিক মহিউদ্দিন ওই বিয়ে করে দেন। ৮ বছর পর গত ৪ মার্চ তিনি কুয়েত থেকে বাড়িতে আসেন। বাড়িতে আসার পর দুজনের মধ্যে বেশ ভালো সম্পর্ক চলে আসছে। তাদের প্রেমের সম্পর্ক দুই পরিবার বেশ ভালো করেই জানেন। গত শুক্রবার সকালে প্রেমিক মহিউদ্দিন প্রেমিকাকে মুঠোফোনে জানিয়ে দেয় তাকে বিয়ে করা সম্ভব নয়।
এমন কথায় ওইদিন রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্রী প্রবাসী প্রেমিক মহিউদ্দিনের বাড়িতে অনশনে বসেন।শনিবার রাতে মহিউদ্দিন বিশ্বাসের মা নাসিমা বেগম ওই মেয়েকে তার ছেলের
সঙ্গে বিয়ে দেয়ার আশ্বাস দিয়ে ঘরে তোলেন। রোববার মহিউদ্দিনের বড় ভাই আল আমিন বিশ্বাস বাদী হয়ে ওই ছাত্রীকে আসামি করে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মহত্যার হুমকির অভিযোগ এনে মামলা দায়ের করেছেন। মামলার আসমি ওই ছাত্রী বলেন, আমার জীবন থেকে মহিউদ্দিন
১৬টি বছর নষ্ট করে দিয়েছে। আমার পরিবার বেশ কয়েকবার বিয়ের উদ্যোগ নিয়েছে কিন্তু মহিউদ্দিন ভেঙে দিয়েছে। আমার সঙ্গে মহিউদ্দিন শারীরিক সম্পর্ক করেছে। এতো কিছুর পর জানতে পারলাম আমার বির“দ্ধে মহিউদ্দিনের বড় ভাই আল আমিন বাদী হয়ে মামলা করেছে। এ বিষয়ে জানতে প্রবাসী মহিউদ্দিন বিশ্বাসের মুঠোফোনে (০১৭১৯৭৭০৯০৮) যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বাদী পক্ষের আইনজীবী মো. রেজাউল করিম (রেজা) বলেন, ওই মেয়েকে আসামি করে কুয়েত প্রবাসী মহিউদ্দিন বিশ্বাসের বড় ভাই আল আমিন বিশ্বাস বাদী হয়ে মামলা করেছেন। আমতলী থানার অফিসার ইনচার্জ মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, এ বিষয়ে আদালতের কোনো নথিপত্র পাইনি।

শেয়ার করুনঃ