মোকলেছার রহমান কালীগঞ্জ(লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জে রাস্তার বেহাল অবস্থার প্রতিবাদে এবং দ্রুত পাকাকরনের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষক,শিক্ষার্থীসহ স্থানীয় এলাকাবাসী।
সোমবার(০৫ মে) উপজেলার চাপারহাট গ্রামীণ ব্যাংকের মোড় হইতে চলবলা দলগ্রাম একরামিয়া ফাজিল মাদরাসা হয়ে দলগ্রাম সোনার হাট সংযোগ সড়ক পর্যন্ত পাকা করণের দাবীতে সকাল ১১টা থেকে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার কয়েক শতাধিক লোক অংশগ্রহণ করে।
মানববন্ধন শেষে বক্তব্য রাখেন,সহকারী অধ্যাপক আহসান হাবীব, কাজী আবু হানিফ, ও ছাত্রনেতা আকিমুল ইসলাম তুহিন। বক্তারা যতদ্রুত সম্ভব রাস্তাটি পাকাকরনের দাবি জানান।
এসময় প্রভাষক কাজী আবু হানিফ জানান,বিগত সরকার ক্ষমতায় থাকার ১৫ বছরেও এই রাস্তাটির উন্নয়ন হয়নি। দীর্ঘদিন ধরে খানাখন্দে জর্জরিত হওয়ার পরও সংস্কার না হওয়ায় রাস্তাটির অবস্থা এখন অত্যন্ত দুরবস্থার মধ্যে পড়েছে। জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্সসহ পথচারীদের চলাচল অসম্ভব হয়ে পড়ে। অবিলম্বে এই রাস্তাটি সংস্কারের জন্য যথাযথ কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি এবং এ বিষয় আগামীকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হবে।
এলাকাবাসীর মতে, বৃষ্টির মৌসুমে রাস্তাটি মরণ ফাঁদে পরিণত হয়। প্রতিনিয়ত এই রাস্তাটি দিয়ে শিক্ষক শিক্ষার্থীসহ হাজার হাজার পথচারী যাতায়াত করে থাকেন। দীর্ঘদিন ধরে অবহেলিত এই রাস্তাটি সংস্কার করা হলে শুধু শিক্ষার্থী নয়, পথচারীও উপকৃত হবেন ।এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, অত্র মাদসার সহকারী অধ্যাপক আহসান হাবীব, প্রভাষক আব্দুল জলিল, প্রভাষক কাজী আবু হানিফ, চলবলা দলগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শরীফুল ইসলাম, ছাত্রনেতা আকিমুল ইসলাম তুহিন, সাবেক গভর্নিং বডির সদস্য রাকিবুল ইসলাম, আক্তারুজ্জামানসহ সকল শিক্ষক শিক্ষার্থী ও এলাকাবাসী।