
বিভিন্ন সময়ে চুরি,ছিনতাই হওয়া ও হারিয়ে যাওয়া ২১টি মোবাইল ফোন সেট উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিয়েছে গেন্ডারিয়া থানা পুলিশ। গত এপ্রিল মাসে দেশের বিভিন্ন স্থান থেকে এসব মোবাইল উদ্ধার করা হয়।
সোমবার(৫ মে দুপুরে গেন্ডারিয়া থানার অফিসার ইনচার্জ আবু সাহেদ খান এ তথ্য জানান।
তিনি জানান,ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন-অর-রশিদের নির্দেশে হারানো মোবাইল ফোনগুলো উদ্ধারে গেন্ডারিয়া থানার একটি টিম সফলভাবে কাজ করছে। টিমটি বিভিন্ন সময়ে চুরি, ছিনতাই ও হারিয়ে যাওয়ার ঘটনায় মোবাইল মালিকদের সাধারণ ডায়েরির প্রেক্ষিতে গেন্ডারিয়া থানা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় এপ্রিল মাসের বিভিন্ন সময়ে ২১টি মোবাইল ফোনসেট দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে।
পরবর্তী সময়ে গেন্ডারিয়া থানার অফিসার ইনচার্জের অফিস কক্ষে ওয়ারী জোনের সহকারী পুলিশ কমিশনার মাসুম সরদারের উপস্থিতিতে মোবাইলগুলো প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়।
হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলো দ্রুততম সময়ে ফিরে পেয়ে আনন্দিত মোবাইল ফোন মালিকরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
ডিআই/এসকে