আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি নওগাঁ: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে নওগাঁয় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেল ৪টায় জেলা প্রশাসনের আয়োজনে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসন(সার্বিক) এ এইচ ইরফান উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মুশফিকুর রহমান এবং নওগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন। সবাই বিশ্বকবি ও জাতীয় কবির সাহিত্যকর্ম এবং দেশের সংস্কৃতিতে তাঁদের অবদানের কথা তুলে ধরে বক্তব্য প্রদান করেন।সভায় কবিদের স্মরণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে মতবিনিময় ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।