ঢাকা, সোমবার, ৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
হারিয়ে যাওয়া ২১টি মোবাইল প্রকৃত মালিকদের বুঝিয়ে দিলো গেন্ডারিয়া থানা পুলিশ
দুই মাসে ২০১টি মোবাইল উদ্ধার ধানমন্ডি ও হাজারীবাগ থানার
শ্রীকলা হাইস্কুলে ফ্রি মেডিকেল টিমের সেবা প্রদান
মোহাম্মদপুরে সাড়াশি বিশেষ অভিযান,গ্রেফতার ৫
পাবনায় সিএনজি চালিত অটো রিক্সার ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
কাঁঠালিয়ায় ক্লেমন ইউএনও কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে নওগাঁয় মতবিনিময় সভা
যানজট নিরসনে সাগরিকায় বাস টার্মিনাল গড়ে তোলা হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন
কোটি টাকা চাঁদা দাবি,কলাবাগান থানার ওসিসহ এসআই প্রত্যাহার
আজ থেকে কর্মবিরতিতে যাচ্ছে রাঙ্গাবালীর প্রাথমিক বিদ্যালয় শিক্ষকেরা
নোয়াখালীতে ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
গলাচিপার আটখালি হাই স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে দুই দিনব্যাপী দুর্যোগ প্রশমন বিষয়ক প্রশিক্ষণ
বৈশ্বিক সংকট:ছাত্রদলের সম্মান রক্ষায় যোগ্য নেতৃত্বের দাবি, নাহলে অস্থিরতা বাড়বে!
শার্শার এক ইউপি চেয়ারম্যান আ’লীগের নেতাসহ গ্রেফতার ৭
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাওলানা রইস উদ্দিন হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

বৈশ্বিক সংকট:ছাত্রদলের সম্মান রক্ষায় যোগ্য নেতৃত্বের দাবি, নাহলে অস্থিরতা বাড়বে!

বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গকরণের দাবিতে আজ রবিবার রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটিতে ছাত্রনেতাদের অসন্তোষ ও ক্ষোভ স্পষ্ট হয়ে উঠেছে। পদপ্রত্যাশীরা অভিযোগ করেছেন যে,বর্তমান আংশিক কমিটিতে অনেক যোগ্য নেতা উপেক্ষিত হয়েছেন এবং দলের নেতৃত্বের সিদ্ধান্তগুলো হয়ে গেছে আত্মীয়-স্বজনদের অনুকূলে।

মিছিলে অংশগ্রহণকারী ছাত্রনেতাদের মধ্যে তরুণ চেতনার অধিকারী ও ব্যতিক্রমী অনেক অভিজ্ঞ নেতা উপস্থিত ছিলেন। তারা জানান,এক বছর এক মাসেরও বেশি সময় ধরে তারা অপেক্ষা করছেন অথচ পূর্ণাঙ্গ কমিটি গঠনের অগ্রগতি নেই। ছাত্রদলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে নিজেদের অবস্থা তুলে ধরে তাঁরা হতাশা প্রকাশ করেন। পদপ্রত্যাশীরা বরাবরই আস্বস্ত হচ্ছেন কিন্তু সময় যাচ্ছেতাই হয়ে যাচ্ছে।

এক পদপ্রত্যাশী নেতা বলেন, “দলীয় শৃঙ্খলাকে এক পায়ে ঠেলে আমরা শহিদ জিয়ার আদর্শের সৈনিক হতে পারিনি, বরং আজকের ছাত্রদল নির্ভরশীল হয়ে পড়েছে কিছু ‘তেল ওয়ালা’ নেতার ওপর।”

এছাড়া এক সাবেক কেন্দ্রীয় নেতার মতে, “দশকের পর দশক ধরে ছাত্রদলে রাজনীতি করছি, প্রতি নিয়ত নতুন আশায় বের হই কিন্তু ফিরে আসি হতাশা নিয়ে। আমাদের যোগ্যতা ও ত্যাগের কোনও মূল্যায়ন হচ্ছে না।”

বিক্ষোভের সমাপ্তিতে, পদপ্রত্যাশীরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের অভিভাবকের প্রতি দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠনের আহ্বান জানিয়ে বলেন, “এ সংকট নিরসনে যদি যোগ্য নেতাদের অন্তর্ভুক্ত না করা হয়, তবে ছাত্রদলের ভবিষ্যৎ আরো অন্ধকারে ডুববে।”

এ বিষয়ে ছাত্রদল কিংবা বিএনপির কেন্দ্রীয় নেতাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি,যা দলের অভ্যন্তরীণ সংকটের প্রতি প্রশ্ন ওঠায়। ছাত্রদলের অসন্তোষ বারবার পুনরাবৃত্তি হচ্ছে, কিন্তু নেতৃবৃন্দ কি এই সংকট মোকাবেলা করবেন? তা নিয়ে সংশয়ের শেষ নেই।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ