
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদ হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা নামাজ শেষ দাফন সম্পন্ন হয়েছে।
আজ রবিবার বিকেল ৫টায় ফরিদপুর শহরের রাজেন্দ্র কলেজ মাঠ প্রঙ্গনে হাজার হাজার মানুষের উপস্থিতিতে জানাজা নামাজ শেষে শহরস্থ আলীপুর কবর স্থানে দাফন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর ৩ আসনের সাবেক সংসদ সদস্য এ কে আজাদ,
সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম,
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, জামায়াত ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় সূরা সদস্য প্রফেসর আব্দুত তাওয়াব,
ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব কিবরিয়া স্বপন, যুগ্ন আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, ফরিদপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ তাবরীজ,
ফরিদপুর মহানগর বিএনপির আহবায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গী, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, কমিউনিস্ট পার্টির রফিকুজ্জামান লায়েক,সহ সরকারি বেসরকারি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শ্রেনীর মানুষ।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে মরহুম বীর মুক্তিযোদ্ধার সৈয়দ মাসুদ হোসেনের জীবন ও কর্ম তুলে ধরা হয় এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।