ঢাকা, সোমবার, ৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
শার্শার এক ইউপি চেয়ারম্যান আ’লীগের নেতাসহ গ্রেফতার ৭
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাওলানা রইস উদ্দিন হত্যার বিচারের দাবীতে মানববন্ধন
ফরিদপুর জেলা আ’লীগের সম্পাদকের জানাজা শেষে দাফন সম্পন্ন
পল্লবীতে বিশেষ অভিযানে পেশাদার ছিনতাইকারীসহ গ্রেফতার ২৬
আত্রাইয়ে প্রধান শিক্ষকের কাছে চাঁদা দাবি ক্লাস বর্জন করে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ মিছিল
মহাখালীতে ছিনতাইকারীর হ্যাচকা টানে নারীর মৃত্যু, গ্রেফতার ২
ঢাকা উত্তরের যুবলীগ নেতা সফুর উদ্দিন গ্রেফতার
“মানবিকতার মশাল মোহাম্মদ মোস্তফা কামাল:ষড়যন্ত্রের মাঝেও এক নির্ভীক পথচলা”
পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি দাউদ, সম্পাদক মাহফুজুর রহমান বাবু নির্বাচিত
সকল উন্নয়নমূলক ও সংস্কার কাজের নিরাপত্তা বেষ্টনী দিতে হবে:ডিএনসিসি প্রশাসক
তানোরে প্রেমের খপ্পরে ৭দিন ধরে নিখোঁজ ছেলে, দ্বারে দ্বারে ঘুরছেন পিতা
তানোরে’ প্রতিবন্ধী’ বলাকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র নিয়ে হামলা মারপিট, আহত ৪
ফায়ার সার্ভিস আস্থা ও নির্ভরতার প্রতীক : ডিজি
মোহাম্মদপুরে সাড়াশি বিশেষ অভিযান,গ্রেফতার ৩০
রাজবাড়ীতে মাদক ও হত্যাচেষ্টা মামলায় সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার

মহাখালীতে ছিনতাইকারীর হ্যাচকা টানে নারীর মৃত্যু, গ্রেফতার ২

রাজধানীর কাফরুল থানার মহাখালী এলাকায় ছিনতাইকারীর টানে রিকশা থেকে ছিটকে পড়ে নারী নিহতের ঘটনায় জড়িত দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- রেজাউল মুন্সি (৫৪) ও মো. মাসুদ রানা (৪১)।

রবিবার (৪ মে) দুপুরে রাজধানীর গাবতলী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, গত ২৮ এপ্রিল ভোরে ভুক্তভোগী মোছা. শরীফা জব্বার (৬৪) স্বামীর সঙ্গে মোহাম্মদপুর থেকে অটোরিকশায় করে বানানীতে মেয়ের বাসায় যাচ্ছিলেন। সকাল আনুমানিক ৬টার দিকে মহাখালী বিএএফ শাহীন কলেজের সামনের একটি প্রাইভেটকারযোগে ২/৩ জন ছিনতাইকারী শরীফা জব্বারের হাতে থাকা ভ্যানিটিব্যাগ ধরে আচমকা টান দেয়। মোছাঃ শরীফা জব্বার আচমকা টানে রাস্তায় পড়ে যান এবং মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে গুরুতর আহত অবস্থায় ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

থানা সূত্রে আরও জানা যায়, মামলাটি রুজুর পর কাফরুল থানার একটি চৌকস দল গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে। পরবর্তীতে থানার গাবতলী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত একটি নোকিয়া বাটন মোবাইল ফোন, একটি স্যামসাং ট্যাব ও ছিনতাই কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১২-২৬৭২) উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও প্রাপ্ত তথ্য সম্পর্কে থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। তারা ছিনতাইসহ খুনের ঘটনায় সাথে সরাসরি জড়িত ছিল মর্মে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। এই ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ