ঢাকা, সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজবাড়ীর সাবেক এমপি কেরামত কাজী গ্রেফতার
পল্লবী থানার বিশেষ অভিযানে ৩০ মামলার আসামিসহ ১২জন গ্রেফতার
গাজায় গণহত্যার প্রতিবাদে পিআরপি’র সকাল-সন্ধ্যা হরতালের ডাক
ঘোড়াঘাটে আদিবাসী উন্নয়ন সংস্থার র্নিবাচনে সভাপতি লুইস :সম্পাদক মাইকেল
সদিচ্ছা থাকলে মানুষের কল্যাণ সম্ভব: চট্টগ্রাম প্রেস ক্লাবে সমাজকল্যাণ সচিব
নড়াইলে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালন
ছোট বোনের সাথে বিয়ের প্রস্তাব, বড় বোনের সাথে প্রেম : অতঃপর রহস্যজনক নিখোঁজ
নলছিটিতে তুচ্ছ ঘটনায় দুই যুবককে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা
ঝালকাঠিতে অস্ত্র মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতির ১৪ বছরের কারাদণ্ড
একই রশিতে গাছ থেকে ঝুলন্ত মা-ছেলের লাশ উদ্ধার
সোনারবাংলা ইয়ুথ ক্লাবে’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
ঈদে আরও জনপ্রিয় হয়ে উঠেছে নওগাঁর শাহাগোলা রেলস্টেশনের ‘মটকা চা’
কুড়িগ্রামে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত
নান্দাইলে যাত্রীদের অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
ইন্দুরকানীতে ঈদের আনন্দে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঝালকাঠিতে অস্ত্র নিয়ে অবৈধ সমাবেশ শাহজাহান ওমরকে শোকজ করেছে নির্বাচন অনুসন্ধান কমিটি

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সমাবেশ এবং অস্ত্র প্রদর্শনের অভিযোগে ঝালকাঠি-১ আসনে আলোচিত আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান সাবেক আইন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মোহাম্মদ শাহজাহান ওমর বীর ওমরকে শোকজ করেছে নির্বাচন অনুসন্ধান কমিটি।

 

আজ সোমবার সন্ধ্যায় ঝালকাঠি-১ আসনে নির্বাচন কমিশনের গঠন করা নির্বাচন অনুসন্ধান কমিটির সদস্য সিনিয়র সহকারী জজ পল্লবেশ কুমার কুণ্ডু এ আদেশ দেন। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা গ্রহণসহ নির্বাচন কমিশনে রিপোর্ট পাঠানো হবে না, সে মর্মে আগামী (৬ ডিসেম্বর) বুধবারের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১১টার দিকে কাঁঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আচরণবিধি লঙ্ঘন করে বিপুল সংখ্যক লোকজন নিয়ে একপাশে আওয়ামী লীগের নেতৃবৃন্দ অন্যপাশে বিএনপির নেতাকর্মীদের বসিয়ে সমাবেশ করেন ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর বীর উত্তম। সমাবেশে উপজেলা বিএনপির (একাংশের) সভাপতি আব্দুল জলিল মিয়াজী একটি বন্দুক নিয়ে শাহজাহান ওমরের পাশে বসা ছিলেন। বন্দুকটি শাহজাহান ওমরের লাইসেন্স করা বলে জানিয়েছেন ওই বিএনপি নেতা। নির্বাচনী সমাবেশ ও বন্দুক নিয়ে অবস্থানের কারণে ভোটারদের মনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। এ সময় তিনি সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের কাছে কাঁঠালিয়া উপজেলা বিএনপির একাশেংর সভাপতি আব্দুল জলিল মিয়াজী ও সাধারণ সম্পাদক জাকির হোসেন কবিরকে পরিচয় করিয়ে দেন। সমাবেশে কাঁঠালিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি  গোলাম কিবরিয়া সিকদার, সাবেক সহসভাপতি আবুল বাশার বাদশাসহ শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

সদ্য বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দিয়ে কাঁঠালিয়া এসে প্রথম সমাবেশে শাহজাহান ওমর বলেন, কাঁঠালিয়া উপজেলায় আওয়ামী লীগে কোন গ্রুপিং থাকবে না, গ্রুপ থাকবে একটা সেটা হলো শেখ হাাসনা গ্রুপ। শেখ হাসিনা আমার বোন তাঁর হাত শক্তিশালী করার জন্য আওয়ামী লীগে যোগ দিয়েছি। কাঠালিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি বন্দুক নিয়ে সমাবেশে আসা আব্দুল জলিল মিয়াজি বলেন, বন্দুকটি শাহজাহান ওমর সাহেবের লাইসেন্স করা। তিনি কথা বলার সময় বন্দুকটি আমার হাতে দেন। আমি শুধু বন্দুকটি নিয়ে চেয়ারে বসেছিলাম।

 

অস্ত্র প্রদর্শন এবং অবৈধ সমাবেশের ঘটনা ঘটে থাকলে নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা

জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নেছার উদ্দিন। তিনি বলেন ১৮ ডিসেম্বরের পূর্বে কোন প্রার্থী সমাবেশ করতে পারবে না। এ খবর ঢাকা পোস্ট সহ বিভিন্ন মিডিয়ায় ছড়িয়ে পড়লে সোমবার সন্ধ্যায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে শাহজাহান ওমরকে শোকজ নোটিশ প্রদান করে নির্বাচন অনুসন্ধ্যান কমিটি।

নির্বাচন অনুসন্ধান কমিটির সদস্য সিনিয়র সহকারী জজ পল্লবেশ কুমার কুণ্ডু বলেন, প্রতীক বরাদ্দের আগে কোন প্রার্থী সমাবেশ করলে তা আচরণ বিধি লংঘন। এছাড়া কেউ বৈধ অস্ত্র নিয়ে জনসমাবেশে যোগদিলে জনমনে ভীতি সৃস্টি করে তাই প্রার্থী মুহাম্মদ শাহজাহান ওমরের কাছে ব্যাখা চাওয়া হয়েছে। তিনি অথবা তাঁর প্রতিনিধি উপস্থিত হয়ে ব্যাখা প্রদান করবেন।

ঝালকাঠি ০১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমর বলেন, আজ আমি দীর্ঘদিন পর কাঁঠালিয়া গিয়েছিলাম। আমার আসার খবর পেয়ে অনেক আওয়ামী লীগ এবং বিএনপির নেতা কর্মী আমার সাথে দেখা করতে আসেন। আমি নির্বাচনী বা অন্যকোন সমাবেশ করিনি শুধু কুশল বিনিময় করেছি। কারো কাছে দোয়া বা ভোটও চাইনি। এছাড়া লাইসেন্স করা অস্ত্রের কোন অপব্যবহার হয়নি।

শেয়ার করুনঃ