
আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার আমতলীতে ওয়ার্ল্ড ভিশন ও এনএসএস এর উদ্যোগে ৪০০ শতাধিক হতদরিদ্র শিশুর পরিবারের মাঝে শুক্রবার সকালে হাত ধোয়ার উপকরন বিতরনের উদ্বোধন করা হয়েছে। বাসুগী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে এ উপলক্ষে এক উদ্বোধনী সভার আযোজন করা হয়।মো. জহিরুল ইসলামের সভাপেিত্ব অনুষ্ঠিত উপকরন বিতরনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ওয়ার্ল্ড ভিশন
আমতলী এপির (্এড়িয়া প্রোগ্রাম) ম্যানেজার বিপ্লব আইজ্যাক
সরদার। সভায় বক্তব্য রাখেন কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার জ্যাকলিন টুম্পা মন্ডল, নয় নম্বর ওয়ার্ডের ভিডিসি সভাপতি মো. নাসির উদ্দিন হাওলাদার, আট নম্বর ওয়ার্ডের ভিডিসি সভাপতি মো. জলিল হাওলাদার প্রমুখ। ওয়ার্ল্ড ভিশন আমতলী এপির (্এড়িয়া প্রোগ্রাম) ম্যানেজার বিপ্লব আইজ্যাক সরদার বলেন, পর্যায় ক্রমে হলদিয়া , আমতলী সদর, আরপাঙ্গাশিয়া ও আমতলী পৌরসভার ৫টি ওয়ার্ডের ৪শ’ হতদরিদ্র শিশু পরিবারের মাঝে হাত ধোয়ার উপকরন হিসেবে প্রত্যেক পরিবারকে ১টি
কলযুক্ত বালতি, শাবান কেচ ১টি, বসার টুল ১টি, বড় গামলা ১টি প্রদান করা হবে। শুক্রবার পৌরসভার আট ও নয় নম্বর ওয়ার্ডের উপকরন বিতরনের উদ্বোধন করা হয়েছে।