আল আমীন, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি :পাথরবাহী ডাম ট্রাক সাইড দিতে গিয়ে রাস্তার উপর খড় দিয়ে ধান ডেকে রাখায় অটোরিকশা উলটে গিয়ে নিহত এক আহত পাচ।
শেরপুরের নালিতাবাড়ী-নাকুগাঁও স্থলবন্দর মহাসড়কের উপর রাখা ধান ও খড় সাইড দিতে গিয়ে পাথর বোঝাই ডাম্পট্রাকের চাপায় কাজিমদ্দিন ওরফে তারু মিয়া (৪৫) নামে এক অটোচালক ঘটনাস্থলেই মারা গেছেন। এসময় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে আরও ৫ যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতরা সবাই নালিতাবাড়ীর যোগানিয়া, বাইটকামারী ও গোবিন্দনগর গ্রামের বাসিন্দা।
গতকাল শনিবার (৩ মে) দিবাগত রাত সাড়ে আটটার দিকে জেলার নালিতাবাড়ী-নাকুগাঁও মহাসড়কের বাইটকামারী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নকলা থেকে ৮ জন যাত্রী নিয়ে একটি অটোরিকশা নালিতাবাড়ীর দিকে যাচ্ছিল। রাত আনুমানিক সাড়ে আটটার দিকে বাইটকামারী ব্রিজের কাছাকাছি এলে রাস্তার মাঝ বরাবর পর্যন্ত রেখে দেওয়া ধান ও খড় সাইড দিতে গেলে অটোরিকশাটি উল্টে যায়। একই সময়ে বিপরীতমুখী পাথর বোঝাই একটি ডাম্পট্রাক অটোরিকশাকে চাপা দিয়ে চলে যায়। এতে মাথা থেতলে গিয়ে ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান অটোচালক কাজিমদ্দিন। আহত হন অটোরিকশায় থাকা আরও ৫ যাত্রী।
এরা হলেন- যোগানিয়া গ্রামের আফাজ উদ্দিন (৩২), যোগানিয়া কান্দাপাড়া গ্রামের জহিরন নেছা (৫৫), বাইটকামারী গ্রামের ছাদেক আলী (৩৫) একই গ্রামের আজাহার আলী (৪০) ও গোবিন্দনগর গ্রামের কাজল রেখা (৩৫)। এরমধ্যে জহিরন নেছা ও আফাজ উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্যরা নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করে রোববার ময়না তদন্তের জন্য শেরপুর মর্গে পাঠিয়েছে।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান, ঘাতক ডাম্পট্রাকটিকে সণাক্ত ও আটকের চেষ্টা চলছে। আইনী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।