মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়ায় বিএনপি নেতা মো. জুয়েল হাওলাদার ও তার পরিবারের নির্যাতনের ভয়ে জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন এক বৃদ্ধা নারীসহ একটি ভুক্তভোগী পরিবার। শনিবার (০৩ মে) সকাল ১১টায় কাঁঠালিয়া প্রেসক্লাব সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলার তারাবুনিয়া গ্রামের মো. সামছুল আলম হাওলাদারের ছেলে মো. নাছির হাওলাদার লিখিত বক্তব্য পাঠ করেন।
তিনি অভিযোগ করেন, “আমি ও আমার ভাই ঢাকায় একটি প্রাইভেট ফার্মে চাকরি করি। বাড়িতে থাকেন আমাদের বৃদ্ধ বাবা-মা, স্ত্রী ও সন্তান। এই সুযোগে প্রতিবেশী ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক জুয়েল হাওলাদার জোরপূর্বক আমাদের জমিতে ঘর নির্মাণ, পুকুর খনন এবং তাল গাছ কেটে নিয়েছেন।”
তিনি আরও বলেন, “জুয়েল হাওলাদার তার সন্ত্রাসী বাহিনী দিয়ে বারবার আমার বৃদ্ধ মা-বাবাকে হুমকি দিয়ে আসছে। একাধিকবার ঘরে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে। ফলে আমাদের পরিবার সবসময় চরম আতঙ্কে দিন কাটাচ্ছে।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী নাছির হাওলাদার, তার বাবা মো. সামছুল আলম হাওলাদার ও মা শেফালী বেগম। ভুক্তভোগী পরিবার প্রধান উপদেষ্টা ও প্রশাসনের কাছে জীবনের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।