
বাংলাদেশ আওয়ামীলীগ উজিরপুর পৌরসভার নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ ডিসেম্বর সোমবার বিকেল ৪ টায় উজিরপুর আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে পৌর আওয়ামী লীগের সভাপতি তাপস কুমার রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রিপন মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বরিশা-২ উজিরপুর-বানারীপাড়া আসনের আওয়ামী লীগের মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস।
বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ সিকদার বাচ্চু, প্রধান বক্তা হিসেবে দীর্ঘক্ষন গঠন মূলক বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী। অন্যান্যদের বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আঃ হাকিম সেরনিয়াবাত, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রবীর মিত্র, সহ-প্রচার সম্পাদক মোঃ আনিচুর রহমান নয়ন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি বিউটি খানম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি এবং উজিরপুর উপজেলা ও পৌর প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম শিপন মোল্লা, পৌর আওয়ামী লীগের উপদেষ্টা অশোক রায় চৌধুরী, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার হালদার, পৌর যুবলীগের সভাপতি মোঃ জামাল হোসেন সিকদার, ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি মোঃ শাহে আলম। এছাড়াও উপস্থিত ছিলেন বামরাইল ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফরাজী নাসির আহম্মেদসহ অনেকে।