
রাজশাহীর বাগমারায় বৃহস্পতিবার বিকেলে শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন ও বিএনপি নেতৃবৃন্দ। উপজেলার আউচপাড়া ইউনিয়নের মির্জাপুর, গনিপুর ইউনিয়নের হাসনিপুর, কুমানীতলা গ্রামে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের কাঁচা, আধাপাকা বাড়ীর টিনের ছাউনি, পানবরজ, ধানক্ষেত, আম সহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
শুক্রবার ( ২ মে ) বিকেল ছয়’টায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন বাগমারা উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমান জিয়া, সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন সহ সংবাদ কর্মী, এলাকার সর্বস্তরের জনগণ ।
এলাকাবাসী সূত্রে জানা গেছে,উপজেলায় শিলা বৃষ্টিতে প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।