রাজবাড়ীতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত ও হত্যা মামলার পরোয়ানাভুক্ত আসামি মো. তারা খানকে (২৯) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার(২ মে) বিকালে র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা রাজবাড়ীর খানখানাপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
এদিন সন্ধ্যায় র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসএম হাসান সিদ্দিকী গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গ্রেফতারকৃত মো. তারা খান রাজবাড়ী সদর থানার খোলাবাড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি ২০১৭ সালের একটি মাদক মামলায় ছয় বছরের সাজাপ্রাপ্ত এবং ২০২০ সালের একটি হত্যা মামলায় পরোয়ানাভুক্ত পলাতক আসামি। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে গোয়েন্দা নজরদারি এবং প্রযুক্তিগত সহায়তায় তার অবস্থান নিশ্চিত করে আজ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ডিআই/এসকে