
জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষ্যে জেলা প্রেস ব্রিফিং/সাংবাদিক সম্মেলন২০২৩( আগামী ১২ ডিসেম্বর ২০২৩, ১দিন ব্যাপী পালন উপলক্ষে পটুয়াখালী জেলা)পটুয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে। ৪ ডিসেম্বর সোমবার দুপুরে সিভিল সার্জন অফিস, পটুয়াখালী’র আয়োজনে উক্ত অফিসের ইপিআই ভবনের সভা কক্ষে এ প্রেস ব্রিফিং /সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।উক্ত সাংবাদিক সম্মেলনে এসময় পটুয়াখালী জেলা সিভিল সার্জন ডাঃ এস এম কবির হাসান’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পটুয়াখালীর সিনিয়র তথ্য অফিসার অনিমেষ কান্তি হালদার,পটুয়াখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া ও বর্তমান সহ-সভাপতি এ্যাডভোকেট মোঃ সোহরাব হোসেন। পটুয়াখালী জেলায় ১২ ডিসেম্বর ২০২৩ ইং তারিখ প্রায় আড়াই লক্ষ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিভিল সার্জন ডাঃ এস.এম. কবির হাসান।
তিনি বলেন জেলায় ১৮২৭ টি কেন্দ্রে ৫ হাজার ৬শ জন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মী, এনজিও কর্মী, সিএইচসিপি, সুপারভাইজার এবং স্বেচ্ছাসেবক কাজ করবেন। ভিটামিন এ এর অভাবে যেসকল রোগ হতে পারে তা উল্লেখ করে সকলকে নিজ নিজ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর পরামর্শ দেন তিনি।এছাড়াও সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, শিশুদের ভরাপেটে কেন্দ্রে নিয়ে আসতে হবে। কাঁচি দিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মুখ কেটে এর ভেতরে থাকা সবটুকু তরল ওষুধ চিপে খাওয়ানো হবে। জোর করে বা কান্নারত অবস্থায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো যাবে না। ৬ মাসের কম বয়সী এবং ৫ বছরের বেশি বয়সী এবং অসুস্থ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো যাবে না।
এসময় সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ বুপেন চন্দ্র মন্ডল ও ডাঃ ফয়সাল কবির ও পটুয়াখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া হৃদয় সহ পটুয়াখালী জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন।