
হযরত শাহজালাল আন্তঃ বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ ১ মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এয়ারপোর্ট সার্কেল।
গতকাল বৃহস্পতিবার (০১মে) রাত ৮ টা থেকে ৯টা ২০ মিনিট পর্যন্ত অভিযান চালিয়ে ঢাকা আন্তঃ বিমানবন্দর থানাধীন হযরত শাহজালাল আন্তঃ বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের আগমনী গেটের বাহিরে দর্শনার্থী বিশ্রামাগারের সামনে রাস্তার উপর থেকে তাদের গ্রেফতার করা হয়।
শুক্রবার (০২মে) মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো উত্তর এয়ারপোর্ট সার্কেল পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত আসামি হলো-নুরুল কাইছার ওরফে শাহিন (৩২)।
জিল্লুর রহমান বলেন,ঢাকা আন্তঃ বিমানবন্দর থানাধীন হযরত শাহজালাল আন্তঃ বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের আগমনী গেটের বাহিরে দর্শনার্থী বিশ্রামাগারের সামনে রাস্তার উপর ৩০০০ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
এসময় একটি নীল পলিথিনের ভিতর তিনটি স্বচ্ছ জিপারযুক্ত পলি প্যাকেটে অ্যামফিটামিনযুক্ত লালচে গোলাপী বর্ণের ৩হাজার পিস ট্যাবলেট যার বাণিজ্যিক নাম ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়াও একটি Redmi Note 11 নামীয় স্মার্ট মোবাইল ও একটি itel বাটন মোবাইল উদ্ধার করা হয়েছে।
জিলুর রহমান বলেন,সবার সমন্বয়ে একটি রেইডিং টিম গঠন করে ঢাকা আন্তঃ বিমানবন্দর থানাধীন হযরত শাহজালাল আন্তঃ বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের আগমনী গেটের বাহিরে দর্শনার্থী বিশ্রামাগারের আশেপাশে গোপনে অবস্থান করি। সংবাদ দাতার ৮৩ বর্ণনা মতে দর্শনার্থী বিশ্রামাগারের সামনে রাস্তার উপর আসামী নুরুল কাইছার ও শাহিন (৩২) কে সময় সাড়ে ৮ টার দিকে ঘেরাও পূর্বক আটক করি। এরপর তল্লাশি করে আসামি শাহিন (৩২) এর পরিহিত জিন্স প্যান্টের নিচে আন্ডার ওয়ারের ভিতর বিশেষ কৌশলে লুকায়িত একটি নীল পলিথিনের ভিতর তিনটি স্বচ্ছ জিপারযুক্ত পলি প্যাকেটে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার ও দুটি মোবাইল জব্দ করি। ঘটনাস্থলে আসামীকে হাতেনাতে গ্রেফতার করি।
তিনি বলেন,প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানায় যে, সে বিমানযোগে কক্সবাজার থেকে ঢাকা বিমানবন্দরে এসেছে এবং এই ইয়াবা গুলো একই ব্যাক্তির কাছ থেকে সংগ্রহ করেছে।
ডিআই/এসকে