
রাজবাড়ীর গোয়ালন্দঘাটে মালয়েশিয়া প্রবাসী আল-আমিন (২৮) হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব। মাদক সেবনের জন্য দাবিকৃত টাকা না দেওয়ায় তাকে হত্যা করা হয় বলে জানিয়েছে র্যাব।
গ্রেফতারকৃত আসামি দুজন হলেন,মামলার প্রধান আসামি আব্দুস সালাম ঠান্ডু ও মো. জুয়েল রানাকে (৪০)। বৃহস্পতিবার র্যাব-১২ এর সহযোগিতায় র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা পাবনা থেকে তাদের গ্রেফতার করে।
শুক্রবার(২ মে) সকালে র্যাব-১০,সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসএম হাসান সিদ্দিকী এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২৫ এপ্রিল সকালে আল-আমিনকে বিয়ের উদ্দেশ্যে মেয়ে দেখানোর কথা বলে বাইরে নিয়ে যাওয়া হয়। ফেরার পথে রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানার রাখালগাছি এলাকায় পৌঁছালে মূল অভিযুক্ত মো. আব্দুস সালাম ঠান্ডু (৩৫) ও তার সহযোগীরা আল-আমিনের কাছ থেকে মাদক সেবনের টাকা দাবি করে। টাকা না দেওয়ায় তারা ভিকটিমকে মারাত্মকভাবে আঘাত করে ও ঘাড় মটকে হত্যা করে নদীতে ফেলে দেয়।
পরে ভিকটিমের মামা লিটন কাজী ও পুলিশের একটি দল নদীতে ভাসমান অবস্থায় আল-আমিনের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় বাদী হয়ে লিটন কাজী বাদী হয়ে গোয়ালন্দঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এ মামলার তদন্তকারী কর্মকর্তার অধিযাচনপত্রের প্রেক্ষিতে গতকাল র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্প ও র্যাব-১২ এর যৌথ অভিযানে পাবনা জেলার ঈশ্বরদী ও সাঁথিয়া থানা এলাকা থেকে এজাহারনামীয় আসামি আব্দুস সালাম ঠান্ডু ও অপর আসামি মো. জুয়েল রানাকে (৪০) গ্রেফতার করা হয়।
গ্রেফতার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া অন্যান্য আসামিদের গ্রেপ্তারে র্যাবের অভিযান অব্যাহত আছে।
ডিআই/এসকে