
আমতলী(বরগুনা)প্রতিনিধি: বরগুনার আমতলীতে সারাদেশের ন্যায় ১লা মে আন্তজার্তিক শ্রমিক দিবস (মহান মে দিবস) পালিত হয়েছে। বরগুনা জেলা যান্ত্রিকযান (ত্রি- হুইলার) মাহিন্দ্রা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মহান মে দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় আমতলী
পৌরশহরের চৌরাস্তা সংলগ্ন রোজগার্ডেন কমিনিউটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বরগুনা জেলা যান্ত্রিক যান ত্রি- হুইলার শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: শামসুল হক চৌকিদারের সভাপতিত্বে র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি তারেক হাসান ।বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো.তুহিন মৃধা উপজেলা কৃষক দলের সভাপতি মো. জাহাঙ্গির আললম মাষ্টার,উপজেলা ছাত্রদল আহবায়ক মো.হেলাল চৌকিদার। বরগুনাজেলা যান্ত্রিক যান ত্রি- হুইলার শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মঞ্জুরুল কবিরের পরিচালনায় বক্তব্য রাখেন সহসভাপতি মো. নিজাম হাওলাদারসহ শ্রমিক নেতৃবৃন্দ। আন্তজার্তিক শ্রমিক দিবস মে দিবস উপলক্ষে তালুকদার মার্কেট সলগ্ন বরগুনা জেলা যান্ত্রিক যান ত্রি- হুইলার শ্রমিক ইউনিয়নের কার্যালয় থেকে বিশাল র্যালী বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে রোজ গার্ডেন কমিনিউিটি সেন্টারে যে সকল শ্রমিক নিহত হয়েছে তাদের আত্মার মাঘফেরাত কামনা করে দোয়া ও আলোচনা সভার মধ্যে দিয়ে সমাপ্ত হয়েছে।