আলিফ হোসেন স্টাফ রিপোর্টার:
মুন্সীগঞ্জের শ্রীনগরের কোলাপাড় ইউনিয়নের মৃধাপাড়া এলাকায় একটি গ্রামীণ রাস্তার শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার কোলাপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মনির মৃধার বাড়ি থেকে শরিফ বেপারীর বাড়ি পর্যন্ত প্রায় ৭শত মিটার রাস্তার শুভ উদ্বোধন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক কোলাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব হোসেন মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক সাইফুল ইসলাম স্বপন,সাবেক কোলাপাড়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি অরুন শেখ, সাধারণ সম্পাদক কামরুজ্জামান পলাশ।
আরো উপস্থিত ছিলেন,কোলাপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য নাজমুল ইসলাম সুমন, কোলাপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক স্বাধীন, কোলাপাড়া বাজার কমিটির সভাপতি মাহাবুব আলম, সাধারণ সম্পাদক মিল্টন, সনেট ও মঞ্জিল হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।রাস্তা উদ্বোধন শেষে বিশেষ অতিথিদের সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।