
সাইফুল আকন্দ, প্রতিনিধি গাইবান্ধা :গাইবান্ধার সুন্দরগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা বর্তমান শোষণমূলক পুঁজিবাদী ব্যবস্থার পরিবর্তে কুরআন-সুন্নাহভিত্তিক ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের দাবি জোরালোভাবে তুলে ধরেন।বৃহস্পতিবার (১ মে) দুপুরে শহিদ মিনার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সুন্দরগঞ্জ উপজেলা শাখা এ আয়োজন করে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা জামায়াতের নায়েবে আমির ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাজেদুর রহমান।
উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি বদরুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— উপজেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম সরকার মঞ্জু, সেক্রেটারি আতাউর রহমান, সাবেক পৌর মেয়র নুরুন্নবী প্রামাণিক সাজু, পৌর জামায়াতের আমির একরামুল হক।
শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সেক্রেটারি হারুন অর রশিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন— বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক সামিউল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সোলায়মান সরকার সাজা, উপজেলা পেশাজীবী পরিষদের সভাপতি এসএম সাজ্জাদ হোসাইন আমুশ, সাবেক কাউন্সিলর নুর আলম সরকার প্রমুখ।এ সময় বক্তারা বলেন, শ্রমিকের ন্যায্য অধিকার, নৈতিকতা ও মানবিক মর্যাদা নিশ্চিত করতে হলে ইসলামি শ্রমনীতি বাস্তবায়ন এখন সময়ের দাবি। পুঁজিবাদী অর্থব্যবস্থায় শ্রমিককে কেবল একটি উৎপাদন যন্ত্রে পরিণত করা হয়েছে, যেখানে তার শ্রমের ন্যায্য মূল্য, বিশ্রামের সুযোগ, কর্মপরিবেশ ও মানবিক প্রয়োজন উপেক্ষিত হয়। এই অন্যায্য ব্যবস্থার অবসানে কুরআন-সুন্নাহর আলোকে গঠিত ইসলামী শ্রমনীতিই হতে পারে একমাত্র মানবিক ও ন্যায়ভিত্তিক বিকল্প। যেখানে মালিক ও শ্রমিক উভয়ের মাঝে দায়িত্ব ও অধিকারের ভারসাম্য রক্ষা হয়।
সমাবেশ শেষে এক বিশাল র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলার পনের ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে আগত প্রায় দুই হাজার শ্রমিক অংশগ্রহণ করেন।