ঢাকা, শুক্রবার, ২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
শ্রীনগরের কোলাপাড়ায় গ্রামীণ রাস্তার শুভ উদ্বোধন
সুন্দরগঞ্জে মে দিবস উদযাপন
নওগাঁয় আলোচিত সেই প্রধান শিক্ষক ছাত্রীকে ধর্ষণ মামলায় আটক
মালিক-শ্রমিক পরস্পরের পরিপূরক:-মাসুদ সাইদী
তানোরে শ্রমিক কল্যান ফেডারেশনের আয়োজনে মে দিবস পালন
ঘুমধুমে ৩৪ বিজিবি’র মেডিকেল ক্যাম্পের মধ্যে গরীব-অসহায় মানুষ পেল ফ্রি চিকিৎসা-ঔষুধ
বকশীগঞ্জে দশানী নদীর বাঁধ অপসারণে বাঁধা-দুই গ্রামবাসীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া
পুলিশ পরিচয়ে হামলা: কাঁঠালিয়ায় ৮ জনকে বেঁধে ৬টি দোকান ঘর গুড়িয়ে লুটপাট
পিরোজপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবসে বিএনপির শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত
ফরিদপুরে নানা আয়োজনে মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন
খুলনা রেঞ্জের সম্মানিত ডিআইজি রেজাউল হক পিপিএম
ফরিদপুরে শ্রমিক দিবস উপলক্ষে পরিস্কার পরিচ্ছন্ন বিষয়ক আলোচনা সভা
তানোরে সাংবাদিকের বাড়িতে ডাকাতি চেষ্টা-মা ও ভাগনে কে কুপিয়ে জখম
মারা গেছেন সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরী
নৌপথে মানবিক সেবায় কোস্ট গার্ড: অসুস্থ শিশুকে দ্রুত চিকিৎসা সহায়তা

মালিক-শ্রমিক পরস্পরের পরিপূরক:-মাসুদ সাইদী

জামায়াত ইসলামী বাংলাদেশের সাবেক সিনিয়র নেতা শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে ও পিরোজপুর-১ আসনে জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, শ্রমিকরা দেশের অন্যতম চালিকা শক্তি, কিন্তু নানাভাবেই তারা নিগ্রহ ও বৈষম্যের শিকার হচ্ছে। যার ফলে বেশিরভাগ ক্ষেত্রেই মালিকরা লাভবান হলেও শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। এখন সময় এসেছে ইসলামী শ্রমনীতি অনুসরণ করে শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে হবে। শ্রমিক মালিক পরস্পরের পরিপূরক।

তিনি আরও বলেন, শ্রমিকদের একটা মর্যাদাপূর্ণ জীবনের সুযোগ দিতে হবে। যেখানে একজন শ্রমিক প্রতিযোগিতামূলক বাজারে শ্রমের উপযুক্ত মূল্য পাবে। যে মূল্য দিয়ে সে পরিবারের অন্যান্য সদস্যদের উপযুক্ত ভরনপোষণ করতে পারবে। এজন্য কর্মস্থলে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে। সেখানে ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণ পাবে। তাকে পেশাগত মতামত প্রকাশের সুযোগ দিতে হবে। এই লক্ষ্য পূরণে আমরা সরকারের সঠিক ভূমিকা দেখতে চাই। শ্রমিকবান্ধব ও আল্লাহভীরু একটি সরকার তাদের অবস্থার পরিবর্তন ঘটাতে পারে।

‘শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এ দেশ নতুন করে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পিরোজপুর জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (১মে) আয়োজিত বর্ণাঢ্য র‌্যালিপূর্ব শ্রমিক সমাবেশে মাসুদ সাঈদী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, অনেক শিল্প কল-কারখানায় শ্রমিকরা খুবই কম বেতন পান যা দিয়ে তাদের সংসার পরিচালনা কঠিন হয়ে যায়। অনেক সময় তাদের ওভারটাইম করতে হয়। আবার অনেক জায়গায় ওভারটাইমের টাকাও সঠিকভাবে দেওয়া হয়না। আমরা শ্রমিকদের এই অমানবিক জীবনের অবসান চাই।

শ্রমিক সমাবেশে মাসুদ সাঈদী আরও বলেন, শ্রমিক-মালিক এক হয়ে দাঁড়ালেই সমাজের চিত্র বদলে যাবে। শ্রমিক ও মালিক যৌথ প্রচেষ্টাতেই একটি শক্তিশালী, আত্মনির্ভর ও শোষণ – বৈষম্যহীন একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। জুলাই-আগস্টের ছাত্র-শ্রমিক-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে আমাদের ঐক্য ও সহযোগিতার ধারা অব্যাহত রাখতে হবে।

শ্রমিক কল্যাণ ফেডারেশনের পিরোজপুর জেলা শাখার সভাপতি মো. সিদ্দিকুল ইসলামের সভাপতিত্বে এবং আল আমিন শেখ এর পরিচালনায় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তোফাজ্জল হোসাইন ফরিদ, সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ জহিরুল হক, সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক শেখ, পৌর আমীর ইসাহাক আলি খান ও পিরোজপুর সদর উপজেলা আমীর মোহাম্মদ সিদ্দিকুর রহমান।

শেয়ার করুনঃ