ঢাকা, শুক্রবার, ২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
শ্রীনগরের কোলাপাড়ায় গ্রামীণ রাস্তার শুভ উদ্বোধন
সুন্দরগঞ্জে মে দিবস উদযাপন
নওগাঁয় আলোচিত সেই প্রধান শিক্ষক ছাত্রীকে ধর্ষণ মামলায় আটক
মালিক-শ্রমিক পরস্পরের পরিপূরক:-মাসুদ সাইদী
তানোরে শ্রমিক কল্যান ফেডারেশনের আয়োজনে মে দিবস পালন
ঘুমধুমে ৩৪ বিজিবি’র মেডিকেল ক্যাম্পের মধ্যে গরীব-অসহায় মানুষ পেল ফ্রি চিকিৎসা-ঔষুধ
বকশীগঞ্জে দশানী নদীর বাঁধ অপসারণে বাঁধা-দুই গ্রামবাসীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া
পুলিশ পরিচয়ে হামলা: কাঁঠালিয়ায় ৮ জনকে বেঁধে ৬টি দোকান ঘর গুড়িয়ে লুটপাট
পিরোজপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবসে বিএনপির শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত
ফরিদপুরে নানা আয়োজনে মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন
খুলনা রেঞ্জের সম্মানিত ডিআইজি রেজাউল হক পিপিএম
ফরিদপুরে শ্রমিক দিবস উপলক্ষে পরিস্কার পরিচ্ছন্ন বিষয়ক আলোচনা সভা
তানোরে সাংবাদিকের বাড়িতে ডাকাতি চেষ্টা-মা ও ভাগনে কে কুপিয়ে জখম
মারা গেছেন সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরী
নৌপথে মানবিক সেবায় কোস্ট গার্ড: অসুস্থ শিশুকে দ্রুত চিকিৎসা সহায়তা

বকশীগঞ্জে দশানী নদীর বাঁধ অপসারণে বাঁধা-দুই গ্রামবাসীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া

জামালপুরের বকশীগঞ্জে দশানী নদীতে বাঁধ অপসারণকে কেন্দ্র করে বাঁধার সম্মুখীন হয়েছেন উপজেলা প্রশাসন। বাঁধ অপসারণে বাঁধা দেওয়ায় দুই ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মোবাইল কোর্ট আইনে অজ্ঞাত ৫০ জনকে আসামি করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা এই দন্ডাদেশ প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন চর আইরমারী গ্রামের সোনার উদ্দিনের ছেলে রহমত আলী (৪০) ও মৃত হাসেন আলীর ছেলে ইউসুফ আলী (৩২)।

এদিকে বাঁধ অপসারণের পক্ষে বিপক্ষে দুই গ্রামবাসীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

জানা গেছে, সম্প্রতি দশানী নদীর ভাঙন রোধে বাহাদুরাবাদ ইউনিয়নের খাপড়া পাড়া এলাকায় নদীর পানি প্রবাহ বন্ধ করে বাঁধ নির্মাণ করেন খাপড়া পাড়া এলাকাবাসী৷

এই বাঁধ দেখে সাধুরপাড়া ইউনিয়নের চর আইরমারী গ্রামে পাল্টা বাঁধ নির্মাণ করেন চর আইরমারী গ্রামের মানুষ। ফলে উজানের ২০ টি গ্রামের নিম্নাঞ্চলের আধাপাকা ধান পানির নিচে তলিয়ে যায়। এনিয়ে ব্যাপক কৃষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (১ মে) বিকালে বকশীগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে বাঁধ নির্মাণকারী দুই গ্রামবাসীর সঙ্গে বাঁধ অপসারণ নিয়ে বৈঠকে বসেন। বৈঠকে বাঁধ দুটি অপসারণের সিদ্ধান্ত হয়।

পরে বিকাল ৫ টার দিকে চর আইরমারী গ্রামে বাঁধ অপসারণে বকশীগঞ্জ ইউএনও মো. মাসুদ রানার নেতৃত্বে যৌথ অভিযানে যান উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও থানা পুলিশ। অভিযানের সময় চর আইরমারী গ্রামের মানুষ বাঁধ নির্মাণে বাঁধা প্রদান করেন৷ এনিয়ে প্রশাসনের সঙ্গে গ্রামবাসীর বাকবিতন্ডা হয়।

অপরদিকে বাঁধ অপসারণ করতে স্লোগান দেওয়ায় চর আইরমারী গ্রামবাসীর সঙ্গে শেখ পাড়া গ্রামের মানুষের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বাঁধ অপসারণে বাঁধা দেওয়ায় তাৎক্ষণিকভাবে রহমত আলী ও ইউসুফ আলীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড দেওয়া হয়। বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে ওই এলাকায়।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা জানান, বাঁধ অপসারণ করতে গেলে চর আইরমারী গ্রামবাসী বাঁধা প্রদান করেন৷ এতে করে বাঁধটি অপসারণ করা যায় নি। তবে বাঁধা দেওয়ায় দুজনকে ভ্রাম্যমাণ আদালতে দন্ডাদেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুনঃ