
ভোলা থেকে ঢাকাগামী একটি লঞ্চে যাত্রারত অবস্থায় ৫ বছরের এক শিশুর অসুস্থতার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে মানবিক সহায়তায় এগিয়ে এসেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
ঘটনাটি ঘটে গতকাল বুধবার। অসুস্থ শিশু মো.সাইদুল ইসলাম ও তার পরিবার উন্নত চিকিৎসার উদ্দেশ্যে লঞ্চযোগে ঢাকা যাচ্ছিলেন। দুপুর আনুমানিক ২টার দিকে গজারিয়ার নিকট ষাটনল এলাকায় পৌঁছালে শিশুটির শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। সঙ্গে থাকা যাত্রীরা বিষয়টি অবহিত করেন লঞ্চে কর্তব্যরত কোস্ট গার্ড সদস্য ও পাগলা স্টেশনের কমান্ডারকে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশীদ জানান, দ্রুত সিদ্ধান্তের ভিত্তিতে টহলরত কোস্ট গার্ড বোট ঘটনাস্থলে পৌঁছে জরুরি প্রাথমিক চিকিৎসা প্রদান করে এবং শিশুটিকে দ্রুত স্পিডবোটে করে বিসিজি স্টেশন পাগলায় স্থানান্তর করা হয়। সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে শিশুটিকে ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয় এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
তিনি আরও বলেন, “বাংলাদেশ কোস্ট গার্ড কেবল নিরাপত্তা নিশ্চিত করেই থেমে নেই, বরং মানবিক সহায়তাও তাদের অন্যতম প্রধান দায়িত্বের মধ্যে পড়ে। এ ধরনের কর্মকাণ্ড আমাদের মানবিক অঙ্গীকারেরই একটি দৃষ্টান্ত।”
ডিআই/এসকে