
‘প্রতিটি শ্রমজীবি মানুষের অধিকার দূর হোক সকল বৈষম্য, মেহনতি মানুষের পাশে আছি, থাকবো আমৃত্যু’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে দৈনিক ৮ ঘণ্টা কাজের দাবি আদায় ও অধিকার প্রতিষ্ঠায় মহান মে দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল নোয়াখালী জেলা শাখা।
বৃহস্পতিবার (০১ মে) বিকালে জাতীয়তাবাদী শ্রমিক দল নোয়াখালী জেলা শাখার উদ্যোগে জেলা শহর মাইজদীর প্রধান সড়কের বড় মসজিদ মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
জাতীয়তাবাদী শ্রমিক দল নোয়াখালী জেলা শাখার এই কর্মসূচিতে ডাক-ঢোল পিটিয়ে নেতাকর্মীদের নিয়ে অংশগ্রহণ করেন পৌর শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নেয়াজ হোসেন হৃদয়।
কর্মসূচি সফল করতে দুপুর থেকে শহরের কোর্ট মসজিদ ঈদগাহ্ মাঠে জড়ো হয় কাজী নেয়াজ হোসেন হৃদয়ের অনুসারী নেতাকর্মীরা। বিকাল ৩টার দিকে হৃদয়ের নেতৃত্বে একটি বর্নাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শ্রমিক দলের মূল কর্মসূচিতে অংশ নেয়।